বীরূপাক্ষ সেনঃ- বিজেপির টিকিটে লোকসভা নির্বাচনে জিতে দলের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হন অর্জুন সিং। পশ্চিমবঙ্গের ব্যারাকপুর লোকসভা আসনে তার জনপ্রিয়তা নিয়ে গর্বিত সাংসদ কেন্দ্রীয় নেতাদের সঙ্গে বিতর্কে জড়িয়ে শেষ পর্যন্ত দল ছাড়তে বাধ্য হন। পাটশিল্পের উন্নয়ন নিয়ে বঞ্চনার অভিযোগ তুলে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। যদিও দলত্যাগের প্রধান কারণ মে এটাই নয়, তা রাজনৈতিক মহলে সকলের জানা। কিন্তু, শেষ রক্ষা হয়নি। দুই নৌকায় পা রাখার অভিযোগ ছিল বলেই তৃণমূলে যেমন বিশ্বাস হারিয়েছেন। তেমনি ব্যারাকপুরের সাধারণ মানুষের মধ্যে তার অতীতের গ্রহনযোগ্যতা এখন তলানিতে।
এবার তৃণমূল টিকিট না দেবার ফলে বিজেপিতে ফেরার জন্য তদ্বির শুরু করতে সময় নষ্ট করেন নি। যদিও বিজেপির কেন্দ্রীয় নেতাদের এনিয়ে কোন বাড়তি আগ্রহ নেই। কারণ বিজেপি ব্যারাকপুর লোকসভা আসন নিয়ে যথেষ্ট আগ্রহী বলেই অর্জুনকে আর টিকিট দিচ্ছে না। একুশের বিধানসভা নির্বাচনে দলত্যাগী তৃণমূলীদের হাত ধরে বিজেপি একবার যে ভুল করেছে, সেই বিষয়ে দস্তুর পর্যালোচনা করেছে দলের কেন্দ্রীয় কমিটি। একশো আসন নিশ্চিত বিজয়ের খোয়াব নিয়ে সাতাত্তর আসন পেয়েছিল। যদিও সাতজন বিজেপির টিকিটে জিতেও তৃণমূলে ফিরে গেলে সর্ব সাকুল্যে সত্তরে দাঁড়ায়।
ভোটকুশলী প্রশান্ত কিশোর ও তার সংস্থা আইপ্যাকের সহযোগিতায় তৃণমূল কংগ্রেস সে যাত্রায় বিজেপির যে সর্বনাশ করেছে, এতো শীঘ্রই তা ভুলে যাবার নয়। তাই দল বদলুদের দলে যোগদান করানো এবং মনোনয়ন দেবার বিষয় নিয়ে অভিজ্ঞতা থেকে কঠোর অবস্থান নিয়েছেন বিজেপি কর্তারা। আজ বিজেপিতে যোগ দিতে অর্জুন দিল্লী রওনা দিচ্ছেন বলে সাংসদের স্বঘোষিত প্রচারে তাই কোন হেলদোল নেই প্রদেশ নেতৃত্বের। যদিও ব্যারাকপুর লোকসভা আসন নিয়ে নতুন করে অঙ্ক কষছেন নেতারা। আর, যেটা এখন জোর খবর যে, অর্জুনের এখন নিজে জেতার থেকেও বড় চ্যালেঞ্জ তৃণমূল কংগ্রেসের ঘোষিত প্রার্থী পার্থ ভৌমিককে হারিয়ে দিয়ে বেইমানীর বদলা নেওয়া। শেষ অবধি সময় বলে দেবে অর্জুনের ভাগ্য কোন দিকে নিয়ে যায় তাকে।