এই বাংলায় ওয়েব ডেস্কঃ- ৪ঠা ফেব্রুয়ারি ২০২৪ বিশ্ব ক্যান্সার দিবস। আজকের এই দিনটিতে সেনাবাহিনীর ৪/৮ বোরখা রাইফেল, পানাগড় মিলিটারি স্টেশনে দুর্গাপুর লাইন্স ক্লাবের যৌথ উদ্যোগে একটি স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল। এই শিবিরের সার্বিক সহযোগিতায় ছিল আসানসোল জেলা হাসপাতাল ও দুর্গাপুর ব্লাড ডোনার কাউন্সিলের। এই রক্তদান শিবিরে মোট ৯০ জন ভারতীয় সেনাবাহিনীর বীর সৈনিক তাদের রক্তদান করে মুমূর্ষ রোগীর প্রাণ বাঁচাতে সাহায্য করলেন।
দুর্গাপুর ব্লাড ডোনার্স কাউন্সিল এর পক্ষ থেকে প্রত্যেক ভারতীয় সেনাবাহিনীর বীর সৈনিককে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানায়। তাৎক্ষনিক ভাবে ব্লাড ক্যাম্প করতে হবে বলে দ্রুততার সাথে আসানসোল জেলা হসপিটালের ব্লাড ব্যাঙ্ক এগিয়ে এসেছিলেন। এই সময় রক্তের সংকট মোকাবিলায় ভারতীয় সেনাবাহিনীর বীর সৈনিক এই সহযোগিতা অনুপ্রাণিত করুক আমাদের সমাজকে।