eaibanglai
Homeএই বাংলায়স্বাস্থ্য সম্পর্কে সচেতন করতে আসানসোলে 'প্রানাথন'র আয়োজন

স্বাস্থ্য সম্পর্কে সচেতন করতে আসানসোলে ‘প্রানাথন’র আয়োজন

সংবাদদাতা, আসানসোলঃ- আসানসোল শহরের মানুষকে স্বাস্থ্য এবং প্রানিক হিলিং সম্পর্কে সচেতন করতে রবিবার আসানসোলে একটি ম্যারাথনের আয়োজন করা হয়। “প্রানাথন” নামে এই ম্যারাথন এদিন আসানসোলের সেনরেল রোড বা বিবেকানন্দ সরণীর সৃষ্টি নগরের সেন্ট্রাম মলের সামনে থেকে এই ম্যারাথন শুরু হয়। তিনটি বিভাগ ২, ৫ ও ১০ কিলোমিটারের এই ম্যারাথন আয়োজন করা হয়। আসানসোল সৃষ্টিনগরের ওডিসি ক্লাব ও প্রানিক হিলিং সেন্টারের যৌথ উদ্যোগে আয়োজিত এই ম্যারাথনে শতাধিক মহিলা, পুরুষ ও প্রবীণ মানুষেরা এই অংশগ্রহণ করেন। আয়োজকরা জানিয়েছেন, ম্যারাথনের পরিবর্তে এর নামকরণ করা হয়েছে “প্রানাথন”। শরীর সুস্থ রাখতে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

এই প্রসঙ্গে সৃষ্টি নগরের হেড অফ অপারেশন বিনয় চৌধুরী বলেন, আসানসোল শিল্পাঞ্চলের মানুষকে স্বাস্থ্য সচেতন করতে একটি ম্যারাথনের আয়োজন করা হয়। তাতে শতাধিক প্রতিযোগী অংশ নেন। কেনিয়ার দৌড়বিদরাও এতে অংশ নেন। তিনি বলেন ২, ৫ ও ১০ কিলোমিটারের এই ম্যারাথন হয়েছে। তিনি আরে বলেন, আসানসোলের প্রানিক হিলিং সেন্টারের সাথে যৌথভাবে এর আয়োজন করা হয়েছে। তাই এর নামকরণ করা হয়েছে “প্রানাথন” ।এর উদ্দেশ্য হল স্বাস্থ্য সম্পর্কে মানুষকে সচেতন করা।

আসানসোল দূর্গাপুর পুলিশ কমিশনারেটের আসানসোল উত্তর ( নর্থ) ট্রাফিক গার্ড এই ম্যারাথন আয়োজনে সব রকম সহযোগিতা করেছে। ম্যারাথনে অংশ নেওয়া প্রতিযোগিদের মাধ্যমে পুলিশের তরফে গাড়ি চালকদের কাছে সেফ ড্রাইভ সেভ লাইফের প্রচার চালানো হয়। ম্যারাথন শেষে একটি অনুষ্ঠানে সফল প্রতিযোগীদের হাতে পুরষ্কার তুলে দেওয়া হয়। ছিলেন আসানসোল দূর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিসিপি (ট্রাফিক) পিভিজি সতীশ, ভিকে ঢল, আসানসোল সেন্ট ভিনসেণ্ট স্কুলের প্রিন্সিপাল রবি ভিক্টর, বিনয় চৌধুরী ও প্রানিক হিলিং সেন্টারের এইচএস ওরফে টিঙ্কু কাপুর। এছাড়াও ছিলেন আসানসোল উত্তর থানার কন্যাপুর ফাঁড়ির ইনচার্জ পার্থ চক্রবর্তী, আসানসোল উত্তর ট্রাফিক গার্ডের ওসি মহঃ আসরাফুল ইসলাম, নবনীতা বন্দোপাধ্যায়, অঞ্জনা চৌধুরী, শ্রুতি বন্দোপাধ্যায়, পীযুষ দ্বারুকা রবি মিত্তাল ও পুনিত কুমার সিনহা।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments