সন্তোষ মণ্ডল,আসানসোলঃ– অবৈধভাবে আসানসোলের সালানপুর থানার দেন্দুয়া থেকে কল্যাণেশ্বরী যাওয়ার রাস্তার পাশে ইসিএল আঞ্চলিক হাসপাতালের সামনে থেকে বেশ কয়েকটি গাছ কেটে ফেলার অভিযোগ উঠল। প্রাথমিকভাবে এই গাছ কাটার অভিযোগ পেয়ে পশ্চিম বর্ধমান জেলার বন দপ্তরের ডিএফও বুদ্ধদেব মণ্ডল রেঞ্জ অফিসারকে তদন্তের নির্দেশ দিয়েছেন।
প্রসঙ্গত যে জায়গায় ওই গাছগুলো কাটা হয়েছে, তার ঠিক পেছনে ইসিএল ও সামনে পিডব্লিউডি বা রাজ্য পূর্ত দপ্তরের জমি রয়েছে। আর এই দুই জমির মাঝখানে কয়েক ফুট জমি ব্যক্তিগত মালিকানাধীন বলে জানা গেছে। ওই জমিতেই অনেকগুলি গাছ ছিল, যা পরিকল্পিতভাবে কেটে ফেলা হয়েছে বলে অভিযোগ।
যদিও স্থানীয় রেঞ্জ অফিসার জানান, এলাকার দুই ব্যাক্তির তরফে ৩ টি গাছ কাটার জন্যে অনুমতি চাওয়া হয়েছিল। যার মধ্যে একটিতে তাল ও অপরটিতে আম গাছ। কিন্তু বাস্তব ক্ষেত্রে দেখা যাচ্ছে গাছ সম্পর্কে সঠিক তথ্য নেই এবং তিনটির চেয়ে অনেক বেশী গাছ কাটা হয়েছে।
এদিকে হোদলা বিট অফিসার রিন্টু কাহার এবং দেন্দুয়া গ্রাম পঞ্চায়েত প্রধান শুপ্রকাশ মাজি তিনটি গাছ কাটার অনুমতি দেওয়ার ক্ষেত্রে স্বাক্ষর করেছেন। গাছ কাটার অনুমতির কারণ ডেঞ্জার পরিস্থিতিকে বা বিপজ্জনক বলে উল্লেখ করা হয়েছে। অথচ যে জায়গায় গাছগুলো কাটা হয়েছে সেখানে বাড়িঘর নেই। গাছগুলো ঝড়ে ভেঙেও পড়েনি। স্বাভাবিক অবস্থায় ছিল। তাহলে তা কিভাবে গাছগুলি বিপদের বিষয় হয়ে উঠল তা নিয়ে প্রশ্ন উঠেছে। এই প্রসঙ্গে দেন্দুয়া গ্রাম পঞ্চায়েত প্রধান শুপ্রকাশ মাজি বলেন, যে স্থানে এই গাছ গুলি কাটা হয়ছে তা সম্পূর্ন ব্যক্তিগত জমির উপর ছিল এবং দোকান নির্মাণের জন্য গাছগুলি কাটা হয়েছে।
এখন প্রশ্ন উঠছে বন দপ্তর ও গ্রাম পঞ্চায়েত কি এভাবে গাছ কাটার অনুমতি দিতে পারে? অন্যদিকে বিষয়টি জানতে পেরে রীতিমতো বিষ্ময় প্রকাশ করেন ডিএফও বুদ্ধদেব মণ্ডল এবং স্থানীয় বন দপ্তরের আধিকারিককে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান। এদিকে পুরো বিষয়টি নিয়ে নীরব পিডব্লিউডি বিভাগ।