সংবাদদাতা, আসানসোলঃ- বাইক চুরির ঘটনায় বড়সড় সাফল্য পেল আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারের জামুড়িয়া থানার পুলিশ। সন্দেহভাজন দুই যুবককে আটক করে জিজ্ঞাসাবাদে উঠে এল বাইক চুরির ঘটনায় চাঞ্চল্যকর তথ্য। উদ্ধার হয় চুরি যাওয়া পাঁচটি বাইক। শুক্রবার ধৃতদের আসানসোল জেলা আদালতে পেশ করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে বৃহস্পতিবার রাত্রে টহলদারির সময় বারাবনি দিক থেকে আসা দুই জন যুবককে সন্দেহজনক ভাবে ঘোরা-ফেরা করতে দেখে তাদের জিজ্ঞাসাবাদ করার জন্য দাঁড় করাতে গেলে ওই দুই যুবক গাড়ির গতি বাড়িয়ে পালানোর চেষ্টা করে। পুলিশও তাদের পিছু ধাওয়া করে এবং দুই যুবককে ধরে ফেলে জিজ্ঞাসাবাদ শুরু করে। আর এই জিজ্ঞাসাবাদের পর উঠে আসে সব চাঞ্চল্যকর তথ্য। পুলিশ জানতে পারে ধৃত দুই যুবকের নাম রাহুল রুইদাস(১৯) ও দানিস আহমেদ(১৮)। রাহুল বারাবনি থানার ভানড়া খাস কুটি এলাকার বাসিন্দা ও অপরজন জামুরিয়া থানার ধোয়াডাঙ্গার বাসিন্দা। গতকাল রাতেই তারা একটি বাইক চুরি করে জামুরিয়া রাস্তা ধরে ফিরছিলো। সেই সময় পুলিশ তাদের ধরে ফেলে। এছাড়া ওই দুই যুবক জানায় তারা রানীগঞ্জ জামুরিয়া বারাবনি এলাকা থেকে পাঁচটি বাইক চুরি করেছে। এরপর গতকাল রাতেই ধৃত দুই যুবককে সঙ্গে নিয়ে জামুডিয়া থানার ভারপ্রাপ্ত আধিকারিক রাহুল মণ্ডলের নেতৃত্বে একটি টিম বিভিন্ন জায়গায় তল্লাশী চালিয়ে চুরি যাওয়া পাঁচটি বাইক উদ্ধার করে।