eaibanglai
Homeএই বাংলায়আসানসোলে বিজেপির জেলাশাসক কার্যালয় অভিযান ঘিরে ধুন্ধুমার

আসানসোলে বিজেপির জেলাশাসক কার্যালয় অভিযান ঘিরে ধুন্ধুমার

সন্তোষ মণ্ডল,আসানসোলঃ- আরজি কর ঘটনার প্রতিবাদে আসানসোলে বিজেপির জেলাশাসক কার্যালয় অভিযান ঘিরে ধুন্ধুমার কাণ্ড। ভাঙা হলো পুলিশের ব্যারিকেড, চলল ধস্তাধস্তি।

আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালে মহিলা চিকিৎসক খুনের ঘটনার প্রতিবাদে সোমবার রাজ্য জুড়ে বিজেপি জেলাশাসক কার্যালয় অভিযানের ডাক দেয়। সেই মতো এদিন সকালে আসানসোলের জিটি রোডের বিএনআর মোড় থেকে জেলাশাসকের কার্যালয় অভিযানে বিজেপির আসানসোল সাংগঠনিক জেলার তরফে মিছিল শুরু হয়। মিছিলের নেতৃত্বে ছিলেন বিজেপির রাজ্য নেতা কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়, দেবতনু ভট্টাচার্য, জেলা সভাপতি বাপ্পা চট্টোপাধ্যায়, রাজ্য বিজেপির ট্রেড সেলের কো-কনভেনার সুব্রত ওরফে মিঠু ঘাঁটি ও জেলা সম্পাদক অভিজিৎ রায়। অন্যদিকে এই কর্মসূচি ঘিরে অপ্রীতিকর ঘটনা এড়াতে মোতায়েন করা হয়েছিল বিশাল পুলিশ বাহিনী। আসানসোলের সেনরেল রোডের এইচএলজি হাসপাতাল মোড় সংলগ্ন রাস্তায় প্রথম প্রথম ব্যারিকেড তৈরি করেছিল পুলিশ। ব্যারিকেড লোহার গার্ডওয়াল দিয়ে তৈরি করা হয়েছিল। এখানে পুলিশ বিজেপির কর্মী ও সমর্থকদের আটকানোর চেষ্টা করলে ধুন্ধুমার বেঁধে যায়। পুলিশের সঙ্গে রীতিমতো ধস্তাধস্তি শুরু হয়ে যায় বিজেপি কর্মী সমর্থকদের। এই ধস্তাধস্তির মাঝেই কিছু বিজেপি নেতা কর্মী সমর্থকরা জেলাশাসকের কার্যলয়ের দিকে দৌড়তে শুরু করেন। কিন্তু জেলাশাসক কার্যালয় যাওয়ার রাস্তায় একটি বেসরকারি হাসপাতালে সামনে দ্বিতীয় ব্যারিকেডে আটকে যান তারা। এরপর উত্তেজিত বিজেপির কর্মী ও সমর্থকেরা সেই ব্যারিকেড ভাঙার চেষ্টা করেন। কিন্তু সেই ব্যারিকেড তারা ভাঙতে পারেননি। তাই কর্মী ও সমর্থকদের নিয়ে বিজেপির নেতারা সেখানে রাস্তায় ধর্ণায় বসে পড়েন।

ধর্ণায় বসে কৃষ্ণেন্দু মুখোপাধ্যায় বলেন, “রাজ্য সরকার আমাদের সংগঠিত আন্দোলনকে ভয় পাচ্ছে। তাই পুলিশ প্রশাসনকে কাজে লাগিয়ে আমাদের আটকানো হয়েছে। আমরা শান্তিপূর্ণ আন্দোলন করছিলাম। কিন্তু আমাদেরকে ব্যারিকেড দিয়ে আটকানো হয়েছে। তাই আমরা ব্যারিকেডের সামনে বসে পড়েছি। আমরা জেলাশাসক কার্যালয়ে যাবোই। যতক্ষণ তা না হচ্ছে, ততক্ষণ আমরা বসে থাকবো।” পাশাপাশি তিনি দাবি করেন, দলের মহিলা কর্মীদের হেনস্তা করা হয়েছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments