eaibanglai
Homeএই বাংলায়নকল লাইসেন্স নিয়ে গানম্যানের চাকরি, ধৃত ৫

নকল লাইসেন্স নিয়ে গানম্যানের চাকরি, ধৃত ৫

সংবাদদাতা,আসানসোলঃ– নকল লাইসেন্স নিয়ে বন্দুক ব্যবহার করে বেসরকারি গানম্যানের কাজ করছিল বেশ কয়েকজন। প্রথমে দুর্গাপুরের কোকওভেন থানার তদন্তে বিষয়টি সামনে আসে এবং ঘটনার সঙ্গে যুক্ত অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করতেই চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসে। এরপরই কুলটি থানার পুলিশি কুলটির বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে মোট পাঁচজনকে গ্রেফতার করে। ধৃতরা হল বিকি যাদব, শেখ রেফাই, প্রকাশ নোনিয়া, গোপাল কেসরি ও জগনারায়ণ সিং। ধৃতরা কুলটি থানার ধেমোমেইন, কুলটি ও ঝাড়খণ্ডের বাসিন্দা। ধৃতদের কাছ থেকে দুটি ডাবল ব্যারল বন্দুক, তিনটি সিঙ্গল ব্যারল বন্দুক ও ১৮ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়েছে। পুলিশের দাবি নকল লাইসেন্স নিয়েই এই ব্যক্তিরা বেসরকারি গানম্যানের কাজ করতো। বন্দুকগুলি আনা হতো বিহার থেকে।

এদিন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিসি সন্দীপ কাররা একটি সাংবাদিক বৈঠক করে পুরো বিষয়টি জানান। পুলিশ এই পুরো চক্রটিকে ধরার চেষ্টা করছে বলে জানান তিনি। বৈঠকে উপস্থিত ছিলেন এসিপি কুলটি এসকে জাভেদ হোসেন, কুলটি থানার ভারপ্রাপ্ত আধিকারিক কৃষ্ণেন্দু দত্ত, চৌরাঙ্গী ফাঁড়ির আধিকারীক কার্তিক চন্দ্র ভুঁই সহ পুলিশ অধিকারিকেরা।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments