eaibanglai
Homeএই বাংলায়টানা বৃষ্টিতে জলযন্ত্রনা আসানসোল শহরে

টানা বৃষ্টিতে জলযন্ত্রনা আসানসোল শহরে

সংবাদদাতা,আসানসোলঃ– নিম্নচাপের জেরে গত শুক্রবার রাত থেকে শুরু হয়েছে টানা ভারী বৃষ্টিপাত। আর তার ফলে ফের জল যন্ত্রণার ছবি উঠে এসেছে আসানসোল শহর জুড়ে। রাতভর টানা বৃষ্টিতে জাতীয় সড়ক সহ শহরের বিস্তীর্ণ এলাকা জলের তলায় চলে গেছে। শহরের বেশ কিছু রাস্তাও কার্যত জলের তলায় চলে গিয়েছে। কোথাও এক হাঁটু জল আবার কোথাও কোমর সমান জল। শহরের অনেক এলাকায় বাড়িতে জল ঢুকে গেছে। আসানসোলের স্টেশন রোডের ১৩ নম্বর মোড়, রেলপার সহ কুলটি বিধানসভার অন্তর্গত নিয়ামতপুর প্রিয়াকলোনি এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। এলাকার নর্দমা ভর্তি হয়ে জল রাস্তার উপর দিয়ে বইছে। ফলে শুধু পথচারীদের নয় দুচাকা বা চার চাকা নিয়ে পথে বেরোনো সাধারণ মানুষকেও নাকানি চোবানি খেতে হচ্ছে। এরইমধ্য়ে রেলের এক নতুন প্রকল্পের জেরে খোঁড়াখুঁড়ি শুরু হওয়ায় সমস্যা আরও বেড়েছে। বাজার এলাকাগুলিতেও জল জমে যাওয়ায় ক্ষতিগ্রস্থ হচ্ছেন ছোট ব্যবসায়ীদের অনেকেই। এদিকে, রবিবার সকালে আসানসোল শহরের জিটি রোডে গাছ পড়ে বেশ কয়েক ঘন্টার বন্ধ হয়ে যায় যান চলাচল। অবিরাম বৃষ্টি এবং প্রবল হাওয়ার জেরে লরেটো স্কুলের সামনে জিটি রোডের উপর একটি বড় গাছ ভেঙে পড়ে। এরফলে জিটি রোডের দুই লেনেই গাড়ি চলাচল একেবারে বন্ধ হয়ে যায়।

আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে, আসানসোলে শনিবার রাত থেকে রবিবার দুপুর পর্যন্ত ৫০ মিলিমিটারের মতো বৃষ্টি হয়েছে। রবিবার বৃষ্টি থামার সম্ভাবনা না থাকলেও সোমবার সকালের দিকেবৃষ্টি কমার সম্ভাবনা রয়েছে।

প্রসঙ্গত মাস খানেক আগেই ভারী বৃষ্টিতে গাড়ুই নদীর দুকুল ছাপিয়ে ডুবেছিল শিল্প শহর। আবার সেই পরিস্থিতি ফিরে এসেছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments