সঙ্গীতা চ্যাটার্জীঃ- জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক জগদ্ধাত্রীতে দীপেন শাস্ত্রীর ভূমিকায় অভিনয় করছেন বর্ষীয়ান অভিনেতা গৌরীনাথ বন্দ্যোপাধ্যায়। ধারাবাহিকে দেখা যাচ্ছে, কাকুলী দেবীর অন্যায়ের বিরুদ্ধে মুখ খুলতে চেয়েও বারবার পিছিয়ে আসছেন তিনি, তবে পর্দায় তার চরিত্র যেমনই হোক, বাস্তবে গৌরীনাথ বন্দ্যোপাধ্যায় কিন্তু অন্যায়ের সাথে আপোষ করেন না, তিনি সত্যের পথে চলেন। তিলোত্তমা ও আর জি কর কাণ্ডে অভিনেতার প্রতিক্রিয়া জানতে চাওয়া হয়। তিলোত্তমা প্রসঙ্গে অভিনেতা এক লাইনে বলেন, ‘We want justice ’
এরপর নিজের কথা প্রসঙ্গে অভিনেতা বলেন,“তিলোত্তমা আমাদের ঘরের মেয়ে। সে একজন সৎ ডাক্তার। আজ হাসপাতালের কিছু দুর্নীতির প্রতিবাদ করেছিল বলেই ষড়যন্ত্র করে কর্মরত অবস্থায় তাকে হত্যা করা হয়। এরপর প্রমাণ লোপাট করে দাহ করা হয়। অথচ এই চরম অপরাধ যারা করল তাদের মধ্যে অনেকেই আজও অধরা। আমি চাই ন্যায় বিচার, সত্যের জন্য তিলোত্তমার জন্য ন্যায় চাই। এই ভয়ঙ্কর অপরাধ করা অপরাধীরা যাতে পালিয়ে না যায় তাদের যেন চূড়ান্ত বিচার করা হয়। এই আমার আর্জি।”
















