সংবাদদাতা,আসানসোলঃ– আরজি করের নৃশংস ঘটনার প্রতিবাদে এবং ঘটনার সঙ্গে যুক্ত অপরাধীদের গ্রেপ্তারের দাবিতে রাজ্যের বিভিন্ন প্রান্তে বিক্ষোভে সামিল হয়েছে সাধারণ মানুষের পাশাপাশি বিভিন্ন পেশার সঙ্গে যুক্ত মানুষ। প্রতিবাদ জানাতে বিক্ষোভ প্রদর্শন সহ নানান কর্মসূচি পালন করে চলেছে বিভিন্ন সংগঠন। সবার একটাই দাবি ‘উই ওয়াণ্ট জাস্টিস’। দিন দিন আর.জি করের ঘটনার প্রতিবাদে আন্দোলন তীব্র থেকে তীব্রতর হচ্ছে। এবার আরজি কর কাণ্ডের প্রতিবাদে ও তিলোত্তমার বিচার চেয়ে পথে নেমে সরব হলেন মুক ও বধিরেরা। রবিবার বিকেলে বৃষ্টকে উপেক্ষা করে মাথায় ছাতা নিয়ে পথে নামেন আসানসোলের মুক ও বধির ছেলেমেয়েরা। হাতে প্ল্যাকার্ড নিয়ে ও মোমবাতি জ্বালিয়ে শহরের বিএনআর মোড়ে প্রতিবাদ দেখালেন সকলে। এরা কেউ কথা বলতে না পারলেও ইশারায় বুঝিয়ে দেন ‘উই ওয়ান্ট জাস্টিস’, ‘আর.জি করের বিচার চাই’।