eaibanglai
Homeএই বাংলায়জল ছাড়ার পরিমাণ কমাল ডিভিসি

জল ছাড়ার পরিমাণ কমাল ডিভিসি

সন্তোষ মণ্ডল,আসানসোলঃ– মাইথন ও পাঞ্চেত জলাধার থেকে জল ছাড়ার পরিমাণ কমাল ডিভিসি। বৃহস্পতিবার সকাল থেকে এই দুই জলাধার থেকে ১ লক্ষ কিউসেকের নিচে জল ছাড়া হয়েছে বলে ডিভিআরআরসি’র জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। বৃহস্পতিবার সকালে মাইথন এবং পাঞ্চেত মিলিয়ে মোট ৮০ হাজার কিউসেক জল ছাড়া হয়েছিল। রাতে তা কমিয়ে ৫০ হাজার কিউসেক করা হয়। এর কারণ হিসেবে ডিভিসির তরফে জানানো হয় আসানসোল, দুর্গাপুর ও ঝাড়খণ্ডে যে বৃষ্টি হচ্ছিল, তা বন্ধ হওয়ায় জল ছাড়ার পরিমাণ কমানো হয়েছে।

এদিন ডিভিআরআরসি মেম্বার সেক্রেটারি বা সদস্য সচিব শশী রাকেশ জানান, বৃহস্পতিবার দুপুরের পরে মাইথনের জলস্তর রয়েছে ৪৯০.৭০ একর ফুট। মাইথনের বিপদসীমা হলো ৪৯৫ একর ফুট। পাঞ্চেতের জলস্তর রয়েছে ৪২১.২০ একর ফুট। এই জলাধারের বিপদসীমা হলো ৪২৫ একর ফুট। মঙ্গলবার এই দুই জলাধারের জলস্তর বিপদসীমায় পৌঁছে যায়।

তবে ডিভিসি জল ছাড়ার পরিমাণ কমালেও হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরের বিস্তীর্ণ এলাকা এখনও জলের তলায়। বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ায় বানভাসি এলাকা পরিদর্শনে গিয়ে রাজ্যকে না জানিয়েই জল ছাড়ার অভিযোগ তোলেন মুখ্যমন্ত্রী। শুধু তাই নয় এই বিষয় নিয়ে বড় আন্দোলনের হুঁশিয়ারিও দিয়েছেন তিনি।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments