সংবাদদাতা,আসানসোলঃ– যাত্রীবাহী ভলভো বাসের ধাক্কায় গুরুতর জখম হলেন এক বাইক আরোহী। ঘটনার প্রতিবাদে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভে সরব হলেন স্থানীয়রা। দুর্ঘটনাটি ঘটেছে রবিবার সকালে আসানসোলের গোধূলি মোড়ে। পুলিশ সূত্রে জানা গেছে আহত বাইক আরোহীর নাম পঙ্কজ পাসওয়ান। তিনি পাণ্ডবেশ্বরের বাসিন্দা।
জানা গেছে, এদিন বেলা পৌনে বারোটা নাগাদ পান্ডবেশ্বরের ওই যুবক মোটরবাইক করে আসানসোলের উষাগ্রামের দিক থেকে আসানসোল বাজারের দিকে যাচ্ছিলেন। জিটি রোডের গোধূলি মোড়ের কাছে পেছন দিক থেকে কলকাতা আসানসোল রুটের একটি ভলভো বাস তাকে ধাক্কা মারে। তাতে ওই যুবক বাইক থেকে ছিটকে পড়ে গুরুতর জখম হন। স্থানীয়দের সহায়তায় দ্রুত তাকে উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে ভর্তি করে পুলিশ। অন্যদিকে দুর্ঘটনার পরই ১৯ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন স্থানীয়রা। তাদের অভিযোগ, ওই এলাকায় ভলভো বাস এবং অন্যান্য বড় যানবাহন খুব দ্রুত গতিতে চলাচল করে। যার ফলে প্রায়ই সড়ক দুর্ঘটনা ঘটে। এসব দ্রুতগামী যানবাহনের কারণে দুর্গা পূজার সময় বাজারে আসা লোকজনও দুর্ঘটনার শিকার হচ্ছেন। তারা এই এলাকায় যানবাহনের গতি নিয়ন্ত্রণের দাবি জানান।
প্রায় আধাঘণ্টা ধরে চলে বিক্ষোভ ও সড়ক অবরোধ। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শীঘ্রই ওই এলাকায় যানবাহনের গতি নিয়ন্ত্রণে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে অবরোধ উঠে যায় ও যান চলাচল স্বাভাবিক হয়।