সন্তোষ মণ্ডল,আসানসোলঃ– আসানসোল রাইফেল ক্লাবে অষ্টম তম ইষ্ট জোন শুটিং প্রতিযোগিতা ( রাইফেল এবং পিস্তল) শুরু হয় গত শুক্রবার থেকে। আসানসোলের সাংসদ শত্রুঘ্ন সিনহা প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেছিলেন। রবিবার ছিল প্রতিযোগিতার অন্তিম দিন। এদিন কৃতী প্রতিযোগীদের পুরস্কৃত করা হল।
আসানসোল রাইফেল ক্লাবের সভাপতি ভি কে ঢাল জানান, এই শুটিং প্রতিযোগিতায় সারা ভারত থেকে ৬০০ জন প্রতিযোগী অংশগ্রহণ করেছিলেন। যার মধ্যে ৪৫০ জন ন্যাশনাল রাইফেল চ্যাম্পিয়ানশিপে অংশগ্রহণ করার জন্য মনোনীত হয়েছেন। এর মধ্যে বাংলার ২০০ জন প্রতিযোগী রয়েছেন। এই মনোনীতদের মধ্যে আবার ৩০ জন আসানসোল ক্লাবের সদস্য রয়েছেন।
শুটিং প্রতিযোগিতার শেষ দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়েষ্ট বেঙ্গল রাইফেল অ্যাসোসিয়সনের সহসভাপতি তথা আসানসোল রাইফেল ক্লাবের সভাপতি ভি কে ঢাল,ন্যাশনাল রাইফেল অ্যাসোসিয়সনের গভর্নিং বডির সদস্য এ কে সেন, বিকাশ চক্রবর্তী, ঝাড়খণ্ড রাইফেল অ্যাসোসিয়সনের সম্পাদক উত্তম সেন ও বিহার, ঝাড়খণ্ড উড়িষ্যা জেলার রাইফেল অ্যাসোসিয়সনের আধিকারিক সহ আসানসোল রাইফেল ক্লাবের বিভিন্ন পদাধিকারী। এছাড়াও এদিন বিভিন্ন রাজ্যের রাইফেল অ্যাসোসিয়সনের সভাপতিরাও উপস্থিত ছিলেন।