eaibanglai
Homeএই বাংলায়মুখ্যমন্ত্রীকে কৃতজ্ঞতা জানিয়ে ১৭৫ কিলোমিটার মানববন্ধন

মুখ্যমন্ত্রীকে কৃতজ্ঞতা জানিয়ে ১৭৫ কিলোমিটার মানববন্ধন

নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুরঃ- কন্যাশ্রী,রূপশ্রী,স্বয়ংসিদ্ধা, লক্ষ্মীর ভাণ্ডার সহ একাধিক প্রকল্প রূপায়িত করে বাংলার নারীকল্যাণে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে সামাজিক উদ্যোগ নিয়েছেন,তা বিশ্বমঞ্চে বন্দিত হয়েছে একাধিকবার। পাশাপাশি এইসব প্রকল্পের মাধ্যমে উপকৃত হয়েছেন রাজ্যের বহু মহিলা। নারী উন্নয়নের প্রতি মুখ্যমন্ত্রীর এই অবদানের কথা মাথায় রেখে রাজ্য জুড়ে সোমবার মানববন্ধন কর্মসূচি নিয়েছে তৃণমূলের মহিলা সংগঠন। সংগঠনের সভানেত্রী মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানান, পাহাড় থেকে সাগর পর্যন্ত মোট ১৭৫ কিলোমিটার মানববন্ধনের কর্মসূচি নেওয়া হয়েছে। আর এই কর্মসূচির স্লোগান ঠিক করা হয়েছে, ‘‘আমার হাত তোমার হাতে আমরা সবাই দিদির সাথে’’।

এই কর্মসূচির অঙ্গ হিসেবে দুর্গাপুরের সিটিসেন্টারেও অনুষ্ঠিত হল মুখ্যমন্ত্রীকে কৃতজ্ঞতা জানিয়ে মানববন্ধন। দুর্গাপুর নগর নিগম ভবনের সামনে থেকে শুরু হয়ে এই মানব বন্ধন পৌঁছে যায় স্মার্ট বাজার পর্যন্ত। পশ্চিম বর্ধমান তৃণমূল মহিলা সংগঠনের সভানেত্রী অসীমা চক্রবর্তী জানান এদিন প্রায় দেড় হাজারেরও বেশী মহিলা স্বতঃস্ফূর্ত হয়ে মানব বন্ধনে অংশ নিয়েছেন, মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাতে।

এদিনের কর্মসূচিতে উঠে আসে অতি প্রাসঙ্গিক আর জি কাণ্ডের নির্যাতিতার বিচার প্রসঙ্গও। এই প্রসঙ্গে অসীমা চক্রবর্তী বলেন, “বিরোধীরা অনেকই বলছেন মুখ্যমন্ত্রী উৎসবে ফিরতে চাইছেন, অথচ নির্যাতিতার এখনও বিচার হয়নি। নির্যাতিতার বিচার আমরাও চাই। কিন্তু সমাজের প্রতিটা মানুষের বেঁচে থাকার অধিকার আছে। অনেক মানুষ আছেন যারা ব্যবসা বাণিজ্য করেন, তাঁরা এক বছর ধরে এই পুজোটার জন্য অপেক্ষা করে থাকেন। একটু বাড়িত উপার্জন করে সংসারটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। আমরা জানি জীবনে যেমন দুঃখ আছে, আনন্দও আছে। তাই উৎসবটাকেও আমরা পালন করব। তবে উৎসব পালন করতে গিয়ে নির্যাতিতার বিচার কিন্তু আমরা ভুলে যাব না। তাই সিবিআই-এর কাছে আমাদের প্রশ্ন নির্যাতিতার বিচার পেতে আর কত দেরি?”

প্রসঙ্গত বিরোধীদের অনেকেই মনে করছেন রাজ্যের একটা বড় অংশের মহিলাদের উপর আরজি কর ঘটনার প্রভাব পড়েছে। যা তৃণমূলের ভোট ব্যাঙ্কে প্রভাব ফলতে পারে। সেই কথা মাথায় রেখেই তৃণমূলের এই পাল্টা কর্মসূচি।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments