সন্তোষ মণ্ডল,আসানসোলঃ- পড়ুয়া সমেত চলন্ত পুলকারে আগুন লেগে আতঙ্ক ছড়াল আসানসোলের কাকড়শোল এলাকায়। অল্পের জন্য রক্ষা পায় পুলকারের পড়ুয়ারা।
জানা গেছে নিয়ামতপুর থেকে আসানসোলের একটি বেসরকারী স্কুলে পড়ুয়াদের নিয়ে যাচ্ছিল ওই পুলকারটি। সকাল ৮টা নাগাদ কাকড়শোল এলাকায় পুলকার থেকে হঠাৎই ধোঁয়া বেরোতে থাকলে চালক গাড়ি থামিয়ে তড়িঘড়ি পড়ুয়াদের নামিয়ে দেয়। এর কিছুক্ষণের মধ্যে পুলকারে দাউ দাউ করে আগুন জ্বলতে থাকে। খবর পেয়ে ঘটনাস্থলেই পৌঁছয় কুলটি থানার নিয়ামতপুর ফাঁড়ির পুলিশ। স্থানীয়দের সহায়তায় পুলিশ আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু ততক্ষণে পুলকারটি আগুনে পুড়ে ভষ্মীভূত হয়ে যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান যদি চালক ঠিকঠাক সময় পড়ুয়াদের গাড়ি থেকে না নামাতো তাহলে এদিন বড়সড় দুর্ঘটনা ঘটে যেতে পারত। কি করে চলন্ত পুলকারে আগুন লাগল তা এখনো জানা যায়নি। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
প্রসঙ্গত বর্তমান সময়ে বেসরকারি স্কুলের পড়ুয়াদের একটি বড় অংশের বাবা-মায়েরা তাঁদের সন্তানদের সুরক্ষিতভাবে স্কুলে পৌঁছে দেওয়ার জন্য পুলকারের উপর নির্ভর করেন। কিন্তু শহরের পুলিকারগুলির কতটা সুরক্ষিত? এদিনের ঘটনার পর তা নিয়ে প্রশ্ন উঠেছে। যা শহরের অভিভাবকদের কপালে রীতিমতো চিন্তার ভাঁজ ফেলেছে।