eaibanglai
Homeএই বাংলায়রূপনারায়ণপুর ও চিত্তরঞ্জনে পর পর দুর্ঘটনা, আহত ৫

রূপনারায়ণপুর ও চিত্তরঞ্জনে পর পর দুর্ঘটনা, আহত ৫

সংবাদদাতা,আসানসোলঃ- বুধবার বিকেলে রূপনারায়ণপুর ও চিত্তরঞ্জনে পর পর ঘটে যাওয়া তিনটি দুর্ঘটনার ঘটনায় আহত হলেন ৫ জন। আহাতরা সকলেই হাসপাতালে চিকিৎসাধীন।

প্রথম দুর্ঘটনাটি ঘটে বিকেল পাঁচ টা নাগাদ চিত্তরঞ্জনে। জানা গিয়েছে মনোজ কুমার (৪৫) ও তার স্ত্রী সারিতা দেবী (৩৫)তাদের ১৪ বছরের মেয়ে অঙ্কিতা কুমারীকে নিয়ে নাচের স্কুলে যাচ্ছিলেন। সকলেই একটি স্কুটিতে ছিলেন। সেই সময় রূপনারায়ণপুর দিক থেকে আশা একটি তেলের ট্যাংকার তাদেরকে ধাক্কা মারে। দুর্ঘটনায় গুরুতর জখম হয় তিনজনেই। স্থানীয়দের সাহায্যে পুলিশ তাদের উদ্ধার করে ও চিত্তরঞ্জন কেজি হসপিটালে ভর্তি করে।

অন্যদিকে সন্ধ্যা ৬টা নাগাদ রূপনারায়নপুর রেল ব্রিজ সংলগ্ন বনদপ্তরের কার্যালয়ের সামনে একটি পিকআপ ভ্যানের সঙ্গে একটি বাইকের সংঘর্ষ হয়। দুর্ঘটনায় দুই বাইক আরোহী গুরুতর জখম হয়। তাদের উদ্ধার করে দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পুলিশ সূত্রে জানা গেছে আহত দুই বাইক আরোহীর নাম রাজেশ যাদব (৩৫) ও ছোট লাল সিং (৩২)। তারা দুজনে রূপনারায়নপুরের গুরুদুয়ারার বাসিন্দা।

এছাড়াও এদিন রূপনারায়ণপুরের ডাবরমোড়ে দুটি বাস রেষারেষি করার সময় একটি বাইককে ধাক্কা মারে। যদিও অল্পের জন্য প্রাণে বেঁচে যান ওই বাইক আরোহী ।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments