eaibanglai
Homeএই বাংলায়আসানসোল পুরনিগমের তৃণমূল কাউন্সিলারের বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগ

আসানসোল পুরনিগমের তৃণমূল কাউন্সিলারের বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগ

সন্তোষ মণ্ডল,আসানসোলঃ– আসানসোল পুরনিগমের শাসক দলের এক কাউন্সিলারের বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগ তুলে পুরনিগমে হাজির হয়ে ওই কাউন্সিলারের বিরুদ্ধে সরব হলেন বার্ণপুরের বাসিন্দা এক ব্যক্তি। বিষয়টি নিয়ে অভিযুক্ত কাউন্সিলর ও অভিযোগকারী ব্যক্তির মধ্যে কথা কাটাকাটি বচসা ঘিরে সাময়িক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে পুরনিগমে। পরে বিষয়টি নিয়ে পুরনিগমের ডেপুটি মেয়র ওয়াসিমুল হকের দ্বারস্থ হন অভিযোগকারী ব্যক্তি এবং ডেপুটি মেয়র সমস্যা সমাধানের আশ্বাস দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়।

আসানসোলের বার্ণপুরের চৌবে নগরের বাসিন্দা ভোলানাথ প্রসাদের অভিযোগ আসানসোল পুরনিগমের ৯৪ নম্বর ওয়ার্ডের তৃণমুল কংগ্রেসের কাউন্সিলর দিলীপ ওরাং ২০২১ সালের জুন মাসে পুরসভা নির্বাচনের জন্য তার কাছ থেকে ১ লক্ষ ৯০ হাজার টাকা নিয়েছিলেন এবং নির্বাচনে জেতার পর তার নামে একটি জমি লিখে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু অভিযোগ নির্বাচনে জিতে কাউন্সিলর হওয়ার পরও তিনি তার প্রতিশ্রুতি রাখেননি। পরে অবশ্য তিনি জমির বদলে টাকা ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দেন। কিন্তু টাকাও ফেরত না দেওয়ায় অবশেষে তিনি হিরাপুর থানার দ্বারস্থ হন ও এক পুলিশ আধিকারিকের মধ্যস্থতায় ১ মাসের মধ্যে টাকা ফেরত দেওয়ার কথা স্থির হয়। কিন্তু তারপরও টাকা ফেরৎ পাননি তিনি। ভোলানাথ প্রসাদের আরও দাবি বিষয়টি তিনি একাধিক তৃণমূল নেতাকে জানিয়ে সাহায্যের আবেদন জানিয়েছেন কিন্তু কোনো কাজ হয়নি। অবশেষে বুধবার তিনি সটান পুরনিগমে হাজির হন ও অভিযুক্ত কাউন্সিলর দিলীপ ওরাংয়ের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন। এরপর ওই কাউন্সিলার পুরনিগম ছেড়ে চলে যান।

অন্যদিকে ডেপুটি মেয়র ওয়াসিম উল হক ওই ব্যক্তির সঙ্গে দেখা করে তার কথা শোনেন। ডেপুটি মেয়র জানান, খুব শীঘ্রই উভয় পক্ষকে একসঙ্গে বসানোর ব্যবস্থা করা হবে। ভোলানাথ প্রসাদ যদি সত্যি টাকা দিয়ে থাকেন, তাহলে তার টাকা ফেরত দেওয়ার ব্যবস্থা করা হবে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments