সংবাদদাতা,আসানসোলঃ- শনিবার লটারির টিকিট নিয়ে বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে জেরা করতে আসানসোল বিশেষ সংশোধনাগারে এল সিবিআই-এর ২সদস্যের বিশেষ দল। প্রায় ১ ঘন্টা ২০ মিনিট জেরা করার পর সিবিআই আধিকারিকেরা ফিরে যান।
সূত্রের খবর একাধিক লটারি বিক্রেতাদের জিজ্ঞাসাবাদ করে নতুন তথ্য ও সূত্র মিলেছে। সেই তথ্য সূত্রের ভিত্তিতে এদিন অনুব্রত মণ্ডলকে জেরা করা হয়। প্রসঙ্গত, গত জানুয়ারিতে ডিয়ার লটারির ওয়েবসাইটে দেখা যায়, তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল এক কোটি টাকার লটারি জিতেছেন। অভিযোগ কালো টাকাকে সাদা করতেই বঅবৈধভাবে ওই জয়ী লটারির টিকিট মালিকের কাছ থেকে ওই টিকিট কেনা হয়েছিল। এদিকে গরু পাচার মামলার তদন্তে নেমে তৃণমূল নেতার বিপুল সম্পত্তির পাশাপাশি লটারির টিকিটের বিষয়টিও সামনে আসে। বিষয়টি নিয়ে তদন্তে নামে সিবিআই। শুক্রবার বোলপুরে লটারির টিকিট বিক্রির দোকানে হানা দেন সিবিআইয়ের গোয়েন্দারা। সেখানে কর্মীদের সঙ্গেও কথা বলেন তাঁরা। দোকানের মালিক শেখ আইনুলকে সব কাগজপত্র নিয়ে সিবিআই ক্যাম্পে তলব করা হয়। এরপরই শনিবার আসানসোল সংশোধনাগারে গিয়ে তৃণমূল নেতাকে জেরা করেন সিবিআই-এর তদন্তকারী আধিকারিকরা।