eaibanglai
Homeএই বাংলায়অজ-পাড়া গাঁ, বিয়ে হচ্ছে না গ্রামের যুবকদের

অজ-পাড়া গাঁ, বিয়ে হচ্ছে না গ্রামের যুবকদের

সংবাদদাতা,কাঁকসাঃ– বিয়ে হচ্ছে না পশ্চিম বর্ধমানের কাঁকসা ব্লকের বিদবিহারের রায়ডাঙা গ্রামের যুবকদের। গ্রমের নাম শুনলেই পিছিয়ে যাচ্ছে পাত্রী পক্ষ। অগত্যা গ্রাম ছাড়ছেন এলাকায় যুবকরা। অসহায় অভিভাবকরা। এমনটাই অভিযোগ গ্রামের বাসিন্দাদের।

প্রসঙ্গত কাঁকসার জঙ্গল লাগোয় এই গ্রামে নেই কোনও উন্নয়নের ছোঁয়া। দুদিকে চাষের জমি, মাঝ খানে আলপথ। সেই পথ ধরেই এগিয়ে গেলেই রায়ডাঙা গ্রাম। শীত গ্রীষ্ম বর্ষা-মাটির এই আলপথই যাতায়াতের একমাত্র মাধ্যম গ্রামবাসীদে। নেই কোনও পাকা রাস্তা। কচিকাঁচাদেরও জল কাঁদা মাঠ ঘাট পেরিয়ে নিত্য স্কুলে যাতায়াত করতে হয়। আর কেউ অসুস্থ হলে খাটিয়ায় করে নিয়ে যেতে হয় গ্রাম বাইরে বড় রাস্তা পর্যন্ত। এখনও বিদ্যুৎ পৌঁছয়নি সব বাড়িতে। নেই পথ বাতি। সন্ধ্যের পর বিশেষত মহিলারা বাড়ির বাইরে বেরতে পারেন না। নেই পানীয় জলের কোনও সুবন্দোবস্ত। প্রায় ৩৫ বছর ধরে এই ভাবেই বসবাস করছেন গ্রামের প্রায় ৪০টি পরিবারের কয়েকশো মানুষ।

আসলে বছর ৩৫ আগে বাম আমলে দেওয়া পাট্টায় এই এলাকায় বসবাস শুরু করেছিলেন প্রায় ৪০টি পরিবার। কিন্তু বসবাসের জমি টুকু ছাড়া আর কোনও সুযোগ সুবিধা মেলেনি এতো গুলো বছরেও। অভিযোগ স্থানীয় পঞ্চায়েতে একাধিক বার রাস্তা, পানীয় জল, বিদ্যুতের জন্য আবেদন করা হয়েছে। কিন্তু হচ্ছে, হবে প্রতিশ্রুতি ছাড়া আর কিছু মেলেনি। পাশাপাশি সেই বাম আমল থেকেই ভোটের সময় নেতাদের প্রতিশ্রুতির বন্যা বয়ে গেলেও গ্রামে উন্নয়নের আলোটুকুও পৌঁছয়নি বলে অভিযোগ।

স্বাভাবিক ভাবেই ২০২২ সালে দাঁড়িয়ে এমন অজ-পাড়া গাঁয়ে মেয়ের বিয়ে দিতে রাজি হয়না কোনও পাত্রী পক্ষ কিংবা পাত্রী নিজেই। তাই অবিবাহিতই থেকে যাচ্ছেন গ্রামের যুবকরা। অনেকে আবার বাধ্য হয়ে গ্রাম ছেড়ে অন্যত্র চলে যাচ্ছেন। তাই আসন্ন পঞ্চায়েত নির্বাচনে ভোট বয়কটের সিদ্ধান্ত নিয়েছেন এই অজ-পাড়া গাঁয়ের বাসিন্দারা।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments