সংবাদদাতা, আসানসোলঃ- বীরভূমের তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে আবার সিবিআই হেফাজতে রাখার নির্দেশ দিল আসানসোলের বিশেষ সিবিআই আদালত। ১০ দিনের সিবিআই হেফাজতের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় শনিবার তাকে ফের আদালতে পেশ করা হলে জামিনের আবেদন খারিজ করে আরও চার দিন সিবিআই হেফাজতে রাখার নির্দেশ দেন সিবিআই আদালতের বিচারক। প্রভাবশালী তত্ত্বেই এদিন অনুব্রত মণ্ডলের জামিন খারিজ হয়।
অন্যদিকে এবারও অনুব্রত মণ্ডল যখন সিবিআই আদালতে ঢুকছেন তখন ‘গরু চোর’ স্লোগান দিতে থাকে বেশ কয়েকজন। অভিযোগ বিরোধীদের তরফে এই স্লোগান দেওয়া হয়। এর আগের বারও অনুব্রত মণ্ডল আদালত চত্বরে পৌঁছতেই ‘চোর চোর ‘ স্লোগান দেওয়া হয়েছিল। পাশাপাশি তাকে জুতো দেখানো হয়েছিল। যা নিয়ে একেবারে হুলস্থুল বেঁধে গিয়েছিল আদালত চত্বরে। এবারে যাতে কোনওরকম অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই জন্য কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছিল আদালত চত্বর । মোতায়েন করা হয়েছিল বিশাল পুলিশ বাহিনী। এদিন সকালেই আদালত্ব চত্বরের নিরাপত্তা খতিয়ে দেখেন আসানসোল -দুর্গাপুর পুলিশ কমিশনারেটের এসিপি সুকান্ত ব্যানার্জী সহ অন্যান্য আধিকারিকেরা।