সংবাদদাতা,আসানসোলঃ- মঙ্গলবার রুটিন চেকআপে গরু পাচার কাণ্ডে গ্রেফতার বীরভূমের জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলকে নিয়ে যাওয়া হয় আসানসোল জেলা হাসপাতালে। এদিন সকাল ১১ টা নাগাদ কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে আসানসোল জেলা সংশোধনাগার থেকে অনুব্রত মণ্ডলকে জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তার আগে হাসপাতাল চত্বর ঘিরে ফেলা হয়েছিল কড়া পুলিশ নজরদারিতে। হাসপাতালের ইর্মাজেন্সি বিভাগের চিকিৎসকরা ছাড়াও হাসপাতালের একাধিক বিশেষজ্ঞ চিকিৎসক তাঁর শারীরিক পরীক্ষা করেন। প্রায় ঘণ্টা খানেক ধরে চলে স্বাস্থ্য পরীক্ষা। এরপর পুনরায় কড়া নজরদারিতে তৃণমূল নেতাকে জেলা সংশোধনাগারে ফিরিয়ে নিয়ে যায় পুলিশ।
এদিন আসানসোল জেলা হাসপাতালের সুপার নিখিলচন্দ্র দাস জানান বর্তমানে সুস্থ রয়েছেনে তৃণমূল নেতা। চিকিৎসা জনিত কোনও ইমার্জেন্সি নেই। বিভিন্ন ক্রনিক রোগের জন্য তিনি যে সব ওষুধ খাচ্ছেন সেগুলিই আপাতত তাঁকে খাওয়ার পরামর্শ দিয়েছিন চিকিৎসকরা।
অন্যদিকে এদিন হাসপাতালে নিয়ে যাওয়ার সময় বীরভূমের তৃণমূল জেলাসভাপতিকে সাংবাদিকরা কিছু বলতে অনুরোধ করলেও কোনও কথা বলেননি অনুব্রত মণ্ডল ৷