eaibanglai
Homeএই বাংলায়বাঁকুড়া ও আসানসোলে তিনটি শুটআউটকাণ্ডে একই দিনে ধৃত তিন

বাঁকুড়া ও আসানসোলে তিনটি শুটআউটকাণ্ডে একই দিনে ধৃত তিন

সংবাদদাতা,আসানসোলঃ– আসানসোল ও বাঁকুড়া পুলিশের দুটি দল যৌথ অভিযান চালিয়ে আসানসোল ও বাঁকুড়া শুটআউট কাণ্ডে বড়সড় সাফল্য পেল। শুক্রবার কুলটির নিয়ামতপুরের একটি যৌনপল্লি থেকে তিনটি গুলিকাণ্ডে তিন দুষ্কৃতীকে গ্রেফতার করা হয়। পুলিশ সূত্রে খবর, সালানপুরে পেট্রল পাম্পে গুলি চালনার ঘটনায় গ্রেফতার করা হয় হীরাপুর এবং নিয়ামতপুরের দুই যুবককে। হীরাপুরের বাসিন্দার নাম প্রতাপ দাস এবং নিয়ামতপুরের যুবকের নাম সোহন সিংহ ওরফে ছোটকা। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে এদের মধ্যে প্রতাপ দাস বাঁকুড়ার শুটআউট কাণ্ডে জড়িত। এছাড়াও আসানসোল দক্ষিণ থানার খটিকপাড়ায় বোনকে গুলি করে খুনের ঘটনায় অভিযুক্ত তার দাদা রাহুল সোনকরকেও এদিন গ্রেফাতর করে পুলিশ। জানা গেছে তিনজনকে একটি বাড়ি থেকেই গ্রেফতার করা হয়। সূত্রের খবর ধৃত তিন অভিযুক্ত যুবকই যৌনপল্লীতে দালালের কাজের সঙ্গে যুক্ত এবং বড় কোনও দুষ্কর্মের জন্য একত্রিত হয়েছিল।

প্রসঙ্গত ১৩ অগস্ট বুধবার আসানসোল দক্ষিণ থানার খটিকপাড়ায় পারিবারক অশান্তির জেরে নিজের বোনকে গুলি করে পালায় তার দাদা রাহুল সোনকর। ঘটনাস্থলেই মৃত্যু হয় বছর ১৮ -র তরুণী কোমল সোনকরের। এরপর দিন অর্থাৎ ১৪ সেপ্টেম্বর সালানপুরে একটি পেট্রল পাম্পে স্কুটিতে তেল ভরাতে গিয়ে পেট্রোল পাম্পের এক মহিলা কর্মীর মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে ভয় দেখায় তিন দুষ্কৃতী। এমনকি পালিয়ে যাওয়ার সময় তারা কয়েক রাউন্ড গুলিও ছোঁড়ে। ঘটনাটি সিসিটিভি ক্যামেরায় বন্দি হয়। সেই ফুটেজের সূত্র ধরেই তদন্তে নামে পুলিশ। অন্যদিকে সম্প্রতি বাঁকুড়া শহর সংলগ্ন কেশিয়াকোল এলাকায় দিনে দুপুরে একটি গাড়িকে লক্ষ্য করে গুলি চালায় দুই দুষ্কৃতীরা। ঘটনায় গাড়িতে থাকা দুই আরোহী গুলিবিদ্ধ হয়। পুলিশ সূত্রে জানা যায় ওই গাড়িতে করে বাঁকুড়া সংশোধনাগার থেকে জামিনে মুক্তি পাওয়া এক অভিযুক্তকে নিয়ে যাওয়া হচ্ছিল।

তিন দুষ্কৃতীকে গ্রেফতারের পাশাপাশি বোনকে খুনে ব্যবহৃত আগ্নেয়াস্ত্রটি রাহুল সোনকরের কাছ থেকে উদ্ধার করে পুলিশ। পাশাপাশি পেট্রোল পাম্পে গুলি চালানোর ঘটনায় ব্যবহৃত আগ্নেয়াস্ত্র ও স্কুটিটিও উদ্ধার করা হয়।
.
এদিন ধৃত তিনজনের মধ্যে হীরাপুরের বাসিন্দার প্রতাপ দাসকে বাঁকুড়া পুলিশ নিয়ে যায়। সোহন সিংহ ও রাহুল সোনকরকে যাথাক্রমে হেফাজতে নেয় সালানপুর ও আসানসোল দক্ষিণ থানার পুলিশ। পুরো বিষয়টি নিয়ে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিসি সেন্ট্রাল কুলদীপ সোনেওয়াল এবং ডিসি পশ্চিম অভিষেক মোদী জানান, ধৃতদের শনিবার আদালতে তোলা হবে ও তদন্তের স্বার্থে পুলিশ হেফাজত চাওয়া হবে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments