সংবাদদাতা, আসানসোলঃ- আসানসোল রানীগঞ্জ কয়লা খনি এলাকায় অবৈধ কয়লা খননের ঘটনা নতুন নয়। দীর্ঘদিন ধরে এই খনি এলাকায় অবৈধ খননের অভিযোগ। যার জেরে একাধারে সরকারের আর্থিক ক্ষতির পাশাপাশি অবৈজ্ঞানিক পদ্ধতিতে খননের জেরে ধসের সমস্যায় জেরবার সাধারণ মানুষ। এবার এই র্যাট হোল বা সুড়ঙ্গ করে যে অবৈধ কয়লার খনন রুখতে উদ্য়োগ নিল বিসিসিএল। শুক্রবার বিসিসিএল এর ১২ নম্বর এরিয়ার অন্তর্গত দামাগোড়িয়া কোলিয়ারি এলাকায় অবৈধ সুড়ঙ্গ গুলি ভরাটের কাজ করা হয়। সূত্রের খবর ধস প্রবন এলাকা গুলিতে সুড়ঙ্গ বানিয়ে অবৈধ কয়লা খননের কাজ চলছিল। সেই খবর পেয়েই কোলিয়ারির আধিকারিকেরা সিআইএসএফ ও চৌরঙ্গি ফাঁড়ির পুলিশের সহায়তায় ড্রেজারের মাধ্যমে ওই অবৈধ সুড়ঙ্গগুলি ভরাট করে। যার মধ্য ১ নম্বর বেঞ্চে ৮ টি অবৈধ খননের সুড়ঙ্গ ছিল। এদিনের এই ভরাট অভিযানে কোলিয়ারির ম্যানেজার আর কে নায়ক,খাদান সুরক্ষা আধিকারিক প্রবীর কুমার পাল, সিআইএসএফ এর নিরীক্ষক ও চৌরঙ্গি ফাঁড়ির পুলিশ উপস্থিত ছিল।