সন্তোষ কুমার মণ্ডল, আসানসোলঃ- এবার আসানসোলে কম্বল বিতরণকাণ্ডে বিজেপি কাউন্সিলর তথা আসানসোলের প্রাক্তন মেয়র জিতেন্দ্র তিওয়ারির স্ত্রী চৈতালি তিওয়ারি জেরার মুখে। সোমবার তাঁকে জেরা করার নোটিশ পাঠাল আসানসোল উত্তর থানার পুলিশ। যদিও বাড়িতে ওই সময় কেউ না থাকায় বাড়ির দরজায় নোটিশটি সাঁটিয়ে দিয়ে যায় পুলিশ। জানা গেছে মঙ্গলবার চৈতালি তিওয়ারি বাড়িতে গিয়েই তাঁকে জেরা করা হবে। তবেএই বিষয়ে চৈতালিদেবীর কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
প্রসঙ্গত গত বুধবার আসানসোল পৌরনিগমের ২৭ নম্বর ওয়ার্ডের রামকৃষ্ণ ডাঙাল এলাকায় স্থানীয় কাউন্সিলর চৈতালি তিওয়ারি ও তাঁর স্বামী বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির উদ্যোগে শিবচর্চা ও কম্বল বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি প্রতীকী কম্বলদান করে মঞ্চ ছাড়ার পরই কম্বল নেওয়ার জন্য হুড়িহুড়ি পড়ে যায় ও এক নাবালিকা ও দুই মহিলা সমেত তিন জনের পদপিষ্ট হয়ে মৃত্যু হয়। আরও কয়েকজন গুরুতর জখম হন।
এরপরই দুর্ঘটনায় মৃত এক মহিলার ছেলের লিখিত অভিযোগের ভিত্তিতে উদ্যোক্তাদের বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুনের মামলা রুজু করে আসানসোল উত্তর থানায় পুলিশ। কয়েকজনকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদও করছে পুলিশ। পুলিশের দাবি পাঁচ হাজার কম্বল বিতরণের কর্মসূচি থাকলেও ওই অনুষ্ঠানের জন্য আগে থেকে কোনও লিখিত অনুমতি নেওয়া হয়নি। শুধু মৌখিকভাবে জানানো হয়েছিল। ফলে ভিড় সামাল দেওয়ার মতো ব্যবস্থা না থাকায় এমন দুর্ঘটনা ঘটেছে। যদিও ওই দুর্ঘটনার জন্য তৃণমূলের চক্রান্তকে দায়ী করেছেন অনুষ্ঠানের অন্যতম উদ্যোক্তা জিতেন্দ্র তিওয়ারি।