সংবাদদাতা,আসানসোলঃ– বিডিও অফিস চত্বর থেকে অস্থায়ী এক সাফাই কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল। ঘটনা আসানসোলের জামুডিয়া বিডিও অফিস চত্বরের। মৃত সাফাই কর্মীর নাম বিমল বাউরী,বয়স আনুমানিক ৬৫ বছর। এদিন বিডিও অফিসের কর্মীরা অফিস চত্বরের মধ্যে একটি গাছ থেকে ওই ব্য়ক্তির দেহ ঝুলতে দেখেন ও পুলিশে খবর দেন। পুলিশ ঘটমাস্থল থেকে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আসানসোল জেলা হাসপাতালে পাঠিয়ে দেয়।
স্থানীয় সূত্রের জানা যায় মৃত ওই সাফাই কর্মী বিমল বাউরী দীর্ঘ কয়েক বছর ধরে জামুডিয়া বিডিও অফিসে কাজ করতেন। প্রতিদিনের মতো এদিনও সকাল ছটা থেকে সাতটার মধ্যে তিনি বিডিও অফিসে এসেছিলেন। কিন্তু তার কিছুক্ষণ পরই তার দেহ গাছ থেকে ঝুলন্ত অবস্থায় দেখতে পাওয়া যায়। খবর পেয়ে ঘটনা স্থলে ছুটে যান জামুড়িয়ার বিডিও অরুণালোক ঘোষ। যদিও বিষয়টি নিয়ে তিনি কোনো মন্তব্য করতে চাননি।
অন্যদিকে মৃতের ছেলে রাজু বাউরী এদিন জানান গত কয়েকদিন ধরেই পারিবারিক অশান্তি চলছিল। অন্যান্য দিনের মতো এদিনও তার বাবা সকাল সকাল অফিসের উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়ে যান। তার কিছুক্ষণ পরই তার মৃত্যুর খবর আসে।