eaibanglai
Homeএই বাংলায়ডিএসপি কারখানার সম্প্রসারণ ঘিরে তুমুল উত্তেজনা

ডিএসপি কারখানার সম্প্রসারণ ঘিরে তুমুল উত্তেজনা

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ– ডিএসপি কারখানার সম্প্রসারণ ঘিরে তুমুল উত্তেজনা ছড়াল শুক্রবার। ইস্পাত কারখানা কর্তৃপক্ষকে ঘিরে ধরে বিক্ষোভে ফেটে পড়লেন স্থানীয়রা।

সম্প্রতি দুর্গাপুর ইস্পাত কারখানা সম্প্রসারণের কথা জানিয়েছে। তার জন্য শহরের বিভিন্ন এলকায় ইস্পাত কারখানার জমিতে অবৈধ বসতি খালি করারও নোটিশ জারি করেছে ডিএসপি কর্তৃপক্ষ। অন্যদিকে ওই উচ্ছেদ নোটিশের প্রতিবাদে ও পুনর্বাসনের দাবিতে একত্রিত হয়ে আন্দোলনে নেমেছে বস্তিবাসীরা। এরমধ্যে শুক্রবার দুর্গাপুরের গোপালমাঠ সংলগ্ন বনগ্রাম এলাকায় ডিএসপি কারখানার সম্প্রসারণের জন্য পাঁচিল দিতে গিয়ে স্থানীয়দের ব্যাপক বিক্ষোভের মুখে পড়েন কারখানর কর্মী আধিকারিকরা। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ তারা দীর্ঘদিন ধরে ওই এলাকায় বসবাস করছেন, এমনকি তাদের কেউ কেউ ইস্পাত কারখানার জন্য একসময় জমিও দিয়েছেন। আর আজ তাদের উচ্ছেদ করার চক্রান্ত করছে ইস্পাত কর্তৃপক্ষ।

জানা গেছে গতকাল সকালে ওই এলাকায় দুর্গাপুর ইস্পাত কারখানা কর্তৃপক্ষ কারখানা সম্প্রসারণের জন্য পাঁচিল দেওয়ার কাজ শুরু করে। গতকালই গোপালমাঠ ও বনগ্রাম এলাকার লোকজন বাধা দেয় সেই কাজ করতে, আজ সকালে ফের ওই কাজ শুরু করতে এলে ব্যাপক প্রতিরোধের মুখে পড়েন দুর্গাপুর ইস্পাত কারখানার নগর প্রশাসনিক কর্তারা। আধিকারিকদের ঘিরে ধরে তুমুল বিক্ষোভ দেখান স্থানীয় গ্রামবাসীরা। শুরু হয় কথা কাটাকাটি, শেষ পর্যন্ত স্থানীয়দের প্রবল প্রতিরোধের মুখে পড়ে দুর্গাপুর ইস্পাত কারখানার নগর প্রশাসনিক কর্তারা ফিরে যেতে বাধ্য হন। অন্যদিকে গ্রামবাসীদের এই বিক্ষোভকে সমর্থন জানিয়ে তাদের পাশে দাঁড়ায় গোপালমাঠ ভূমি রক্ষা কমিটি। পাঁচ দফা দাবি না মিটলে পাঁচিল দেওয়ার কাজ শুরু করতে দেওয়া হবে না বলে এদিন সাফ জানিয়ে দেন ভূমি রক্ষা কমিটির সভাপতি ধ্রুবজ্যোতি মুখোপাধ্যায়।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments