eaibanglai
Homeএই বাংলায়আসানসোলের বোরো চেয়ারম্যান নির্বাচন ঘিরে প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীকোন্দল

আসানসোলের বোরো চেয়ারম্যান নির্বাচন ঘিরে প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীকোন্দল

সংবাদদাতা,আসানসোলঃ– আসানসোল মিউনিসিপ্যাল ​​কর্পোরেশনের বোরো চেয়ারম্যান নির্বাচনকে ঘিরে প্রকাশ্যে চলে এল শাসক দল তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীকোন্দল। নির্বাচনকে ঘিরে দলের কর্মী সমর্থকদের মধ্যেই বিরোধীতা লক্ষ্য করা গেল।

সোমবার আসানসোল পৌরনিগমের বোরো চেয়ারম্যান নির্বাচন সম্পন্ন হয়। আসানসোল পৌরনিগমের সভাকক্ষে এদিন ১০ জন বোরো চেয়ারম্যান নির্বাচন হন। যদিও বিরোধীরা এই বোরো চেয়ারম্যান নির্বাচনে প্রার্থী দেয়নি। তাই সর্বসম্মতভাবে শাসক দলের ১০ জন বোরো চেয়ারম্যান নির্বাচিত হন। এদিন নব নির্বাচিত বোরো চেয়ারম্যানদের মালা পরিয়ে এবং মিষ্টিমুখ করিয়ে অভিনন্দন জানান দলীয় কর্মী সমর্থকরা। যদিও এদিন ২ নম্বর বোরো চেয়ারম্যান নির্বাচনের সময় শাসক দলের ৪ জন কাউন্সিলর ভোট বয়কট করে বেরিয়ে যান। তাঁরা দাবি করেন অযোগ্য ব্যক্তিদের প্রার্থী করা হয়েছে, তাই রানীগঞ্জের মানুষের স্বার্থে তাঁরা ভোট বয়কট করেছেন।যদিও শেষ পর্যন্ত সাতজন কাউন্সিলরের সমর্থনে ২ নম্বর বোরো চেয়ারম্যান নির্বাচিত হন মোজামিল হোসেন।

অন্যদিকে বিষয়টি নিয়ে কটাক্ষ করতে ছাড়েননি ​​কর্পোরেশনের বিরোধী দলনেত্রী তথা বিজেপি কাউন্সিলর চৈতালি তিওয়ারি। এদিন তিনি বলেন, “একে তো বোর্ড গঠন হওয়ার এক বছর পর বোরো চেয়ারম্যানের নির্বাচন হচ্ছে, তার উপর অযোগ্য প্রার্থীদের ওই পদে বসানো হচ্ছে। শুধু আমরা এই অভিযোগ করছি না, শাসক দলের কাউন্সিলররাই এই অভিযোগ করছেন। অতএব এইসব ব্যক্তিরা মাধারণ মানুষকে কি পরিষেবা দেবেন বোঝাই যাচ্ছে।”

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments