eaibanglai
Homeএই বাংলায়প্রয়াত 'নেহেরু বউ' বুধনি মেঝাইন

প্রয়াত ‘নেহেরু বউ’ বুধনি মেঝাইন

সংবাদদাতা,আসানসোলঃ- প্রয়াত হলেন এক সময়ে ‘নেহেরু বউ’এর তকমা পাওয়া বুধনি মেঝাইন। পরিবার সূত্রে জানা গেছে বেশ কয়েক বছর ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন তিনি । শুক্রবার রাতে মাইথনের পাঞ্চেতের একটি বেসরকারি হাসপাতালে তাঁর মৃত্যু হয়। শনিবার সকালে পাঞ্চেতে তার বাড়িতে মৃতদেহ নিয়ে যাওয়া হয় ও সৎকার করা হয়। এদিন পাঞ্চেত শ্মশানে তাঁর শেষকৃত্য হওয়ার আগে ডিভিসির পক্ষ থেকে তাকে সম্মান জানানো হয়। সম্মান দেওয়া হয় স্থানীয় পঞ্চায়েত এলাকার বাসিন্দাদের পক্ষ থেকেও।

১৯৫৯ সালের ৬ ডিসেম্বর, ডিভিসি বা দামোদর ভ্যালি কর্পোরেশনের পাঞ্চেত জলাধারের উদ্বোধন হয়। উদ্বোধন করেছিলেন দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু । আর সেই উদ্বোধনের দিন আদিবাসী সমাজের পক্ষ থেকে উপস্থিত ছিলেন বুধনি মেঝাইন। তাঁর হাত দিয়ে জওহরলাল নেহেরু পাঞ্চেত ড্যাম উদ্বোধন করিয়েছিলেন। অনুষ্ঠানে ডিভিসির পক্ষ থেকে জহরলাল নেহেরুকে সম্মান জানাতে যে মালা পড়ানো হয়েছিলো সেই মালা তৎকালীন প্রধানমন্ত্রী বুধনি মেঝাইনের গলায় পরিয়ে তাঁকে সম্মান জানিয়েছিলেন । আর তা নিয়ে শুরু হয় বিতর্ক। এরপর থেকেই বুধনি মেঝাইনকে ‘নেহেরু বউ’ এর তকমা দেওয়া হয়। ওই ঘটনার জন্য আদিবাসী সমাজ বুধনিকে পরিত্যাগ করে। তাকে নিজের গ্রাম ছেড়ে চলে যেতে হয়। পরবর্তীকালে অবশ্য ডিভিসি কর্তৃপক্ষ তাকে খুঁজে তার চাকরি ফিরিয়ে দেয়। চাকরি থেকে অবসর নেওয়ার পর ডিভিসির আবাসনেই থেকে যান তিনি। তাঁর পরিবারের দাবি জীবনে তিনি সঠিক সম্মান পাননি। তার গ্রামেও ফিরে যেতে পারেনি আর কোনোদিন। তাই তাঁকে শ্রদ্ধা জানাতে তাঁর একটি মূর্তি স্থাপন করার দাবি উঠেছে পাঞ্চেত এলাকায়।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments