eaibanglai
Homeএই বাংলায়ভারতের দুর্দান্ত পারফরমেন্সকে সম্মান জানাতে বাঁশ এবং ঝুড়ি দিয়ে তৈরি বিশ্বকাপ

ভারতের দুর্দান্ত পারফরমেন্সকে সম্মান জানাতে বাঁশ এবং ঝুড়ি দিয়ে তৈরি বিশ্বকাপ

শুভ্রাচল চৌধুরী, বাঁকুড়া:– ক্রিকেটে আবার বিশ্ব জয় করেছে চলেছে টিম ইন্ডিয়া। এমনই আশায় বুঁদ দেশবাসী। রবিবার সেই স্বপ্ন সত্যির অপেক্ষায় সকলে। বিশ্বকাপ জয় যেন এখন শুধু অপেক্ষা। তবে সেই অপেক্ষা আর করতে পারছেন না বাঁকুড়ার কুচকুচিয়ার বাসিন্দারা। তাই তারা নিজেদের উদ্যোগেই বানিয়ে ফেললেন একটি আস্ত বিশ্বকাপ। ভারতের দুর্দান্ত পারফরমেন্সকে সম্মান জানাতে বাঁশ এবং ঝুড়ি দিয়ে তারা বানিয়ে ফেলেছেন এই বিশ্বকাপটি। দৈর্ঘ্য প্রায় ১৩ থেকে ১৪ ফুট। বানাতে সময় লেগেছে প্রায় ৮ থেকে ৯ ঘন্টা। আর এই বিশ্বকাপ দেখতে ভিড় জমে গেল রাস্তায়। ভারতের পতাকা হাতে শুধুই শোনা গেল জয়ধ্বনি।

গোটা বিশ্বকাপ জুড়েই দেখা গেছে প্রচন্ড উন্মাদনা। ভারতের একের পর এক অপ্রতিরোধ্য পারফরমেন্স মাতিয়ে দিয়েছে সমগ্র বাঁকুড়া বাসীকে। বিশেষভাবে মেতেছেন বাঁকুড়ার কুচকুচিয়ার বাসিন্দারা। বিশ্বকাপ ফাইনালে থাকবে বড় স্কিন লাগানোর ব্যবস্থা। লাগানো হবে ভারতীয় দলের পোস্টার। একজোট হয়ে সকলে দেখবেন বিশ্বকাপ। সেই প্রস্তুতি ধরা পড়ল শনিবার সকালে।

ক্রিকেট আনন্দ দেয় মানুষকে। ক্রিকেট এক জোট করে ক্রিকেটপ্রেমীদের। ঠিক একইভাবে বিশ্বকাপ ক্রিকেটের জন্য একত্রিত হয়ে খেলা দেখছেন বাঁকুড়ার মানুষ। তাদের ধ্যান আর জ্ঞান এখন শুধুই বিশ্বকাপ ফাইনাল।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments