সংবাদদাতা,আসানসোলঃ– নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে উঠে গেল মিনিবাস। যার জেরে আহত হন চার-পাঁচ জন বাস যাত্রী। তাদের মধ্যে দুজনের আঘাত গুরুতর বলে জানা গেছে। দুর্ঘটনাটি ঘটেছে শনিবার দুপুরে আসানসোল কোর্ট মোড়ের সামনে।
জানা গেছে মিনিবাসটি বার্নপুর থেকে আসানসোলে যাচ্ছিল, পথে কোর্ট মোড়ের সামনে ঘটে যায় দুর্ঘটনা। প্রত্যক্ষদর্শীরা জানান মিনিবাসটি হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে উঠে যায় ও ট্রাফিক পোস্টে ধাক্কা মেরে থেমে যায়। জানা গেছে ওই সময় বাসে প্রায় ২০ জনের মতো যাত্রী ছিল। তাদের মধ্যে ৪-৫জন আঘাত পান। বিষয়টি নজরে আসতেই ছুটে যান স্থানীয়রা ও বাসে আটকে থাকা যাত্রীদের উদ্ধার করেন। অন্যদিকে দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় হীরাপুর থানার পুলিশ ও আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
বাসের যাত্রীরা জানান বাসটির ব্রেক ফেল হয়ে যাওয়ায় বড়সড় দুর্ঘটনা এড়াতে চালক ইচ্ছে করেই বাসটি ডিভাইডারে তুলে দেন। অন্যদিরে এই দুর্ঘটনার জেরে সাময়িকভাবে যান চলাচল বন্ধ হয়ে যায় ওই রাস্তায়। পরে ট্রাফিক পুলিশের তরফে ক্রেনের সাহায্য়ে বাসটিকে রাস্তা থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়।