eaibanglai
Homeএই বাংলায়দুর্গাপুরের বিবেকানন্দ বিদ্যামন্দিরের অভূতপূর্ব সাফল্য, কৃতি সংবর্ধনা

দুর্গাপুরের বিবেকানন্দ বিদ্যামন্দিরের অভূতপূর্ব সাফল্য, কৃতি সংবর্ধনা

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন ফেডারেশন দ্বারা পরিচালিত দুর্গাপুরের এমএমসির উত্তরপল্লীর বিবেকানন্দ বিদ্যামন্দিরের ছাত্র ছাত্রীদের অভূতপূর্ব সাফল্য। পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ দ্বারা আয়োজিত মেধা পরীক্ষায় প্রথম দশে স্থান করে নিয়েছে এই বিদ্যালয়ের ৬ জন ছাত্রছাত্রী। শনিবার স্কুল প্রাঙ্গণে শীর্ষ ৬ স্থান অধিকারী ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা দেওয়া হয় স্কুলের তরফ থেকে।

প্রসঙ্গত গত অক্টোবর মাসে দুর্গাপুরের বিধাননগরে এক বেসরকারি কলেজে অনুষ্ঠিত হয় এ বছরের পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ দ্বারা আয়োজিত মেধা পরীক্ষা। যেখানে দুর্গাপুরের নামকরা বাংলা ও ইংরেজি মাধ্যম মিলে মোট ২০টি স্কুলের ছাত্র-ছাত্রীরা এই পরীক্ষায় অংশগ্রহণ করেছিল। সেই পরীক্ষায় বিবেকানন্দ বিদ্যামন্দিরের ২০ জন ছাত্র ছাত্রী অংশগ্রহন করেছিল এবং ৬জন শীর্ষ স্থান অধিকার করে। পড়ুয়াদের এই সাফল্যে রীতিমতো খুশি তাদের অভিভাবকরা এবং স্কুলের শিক্ষক শিক্ষিকারাও।

রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন ফেডারেশনের সম্পাদক স্বামী কৃষ্ণানন্দ মহারাজ জানান, এই স্কুলটি খুব ছোট হলেও স্কুলের শিক্ষক শিক্ষিকারা খুব যত্ন নিয়ে পড়ুয়াদের শিক্ষা দান করেন। এছাড়াও পড়ুয়ারা নিজেদের প্রচেষ্টায় ও অভিভাবকদের প্রচেষ্টায় আজ এই মেধা লাভ করেছে ও সাফল্য পেয়েছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments