eaibanglai
Homeএই বাংলায়আসানসোল স্টেশন থেকে ১৬ লক্ষ টাকা ও সাড়ে ৪ কেজি রুপো উদ্ধার

আসানসোল স্টেশন থেকে ১৬ লক্ষ টাকা ও সাড়ে ৪ কেজি রুপো উদ্ধার

সন্তোষ মণ্ডল, আসানসোলঃ– আসানসোল স্টেশন থেকে উদ্ধার হল ১৬ লক্ষ টাকারও বেশি নগদ ও সাড়ে ৪ কেজি রুপোর বাট ও গয়না। ঘটনায় গ্রেফতার করা হয়েছে দুজনকে।

ঘটনা সূত্রে জানা যায় বুধবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে আসানসোল ডিভিশনের রেলওয়ে প্রোটেকশন ফোর্স বা আরপিএফ ও সিআইবি আসানসোল স্টেশনে অভিযান চালিয়ে নগদ ও রুপো সহ দুই ব্যক্তিকে হাতেনাতে ধরে ফেলে। ওই দুই ব্যক্তি হাওড়া-নিউ দিল্লি পূর্বা এক্সপ্রেসের জন্য আসানসোল স্টেশনের ৪ নম্বর প্যাটফর্মে অপেক্ষা করছিলেন। তাদের গন্তব্য ছিল উত্তরপ্রদেশের টুন্ডলা। কিন্তু ট্রেনে ওঠার আগেই দু’জনকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে রেল পুলিশ। দুজনের কাছে একটি ট্রলি ব্যাগ ছিলো। তা দেখে সন্দেহ হয় রেল পুলিশ ও সিআইবি আধিকারিকদের। ওই ব্যাগ খুলিয়ে তল্লাশি হয়, আর তখনই ওই ব্যাগ থেকে নগদ ১৬ লক্ষ ১৭ হাজার ৩০০ টাকা, ৪ কেজি ৪৭৫ গ্রাম রুপোর বাট ও গয়না উদ্ধার হয়। যার বর্তমান বাজারদর আনুমানিক ৩ লক্ষ ২৬ হাজার টাকার মতো।

পরে অভিযুক্তদের শুল্ক দফতরের আধিকারিকদের হাতে তুলে দেওয়া হয়। আরপিএফ সূত্রে জানা গেছে ধৃত দুজনের নাম শ্রীকান্ত কুশওয়া ও মাজন মাহাতো। প্রথম জনের বাড়ি আসানসোল মুন্সিবাজারে। দ্বিতীয় জন রানিগঞ্জ থানার জেকে নগর লাইন পার এলাকার বাসিন্দা।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments