নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ– দুর্গাপুর সাব ডিভিশনাল স্পোর্টস অ্যান্ড কালচারাল ক্লাবস কোঅর্ডিনেশন সোসাইটির উদ্যোগে এবং সুইচ অন ফাউন্ডেশন কলকাতার সহযোগিতায় শিল্পাঞ্চল জুড়ে শুরু হল শব্দদূষণ ও বায়ুদূষণ রোধের লক্ষ্যে ধোঁয়াহীন দীপাবলি পালনের প্রচার অভিযান। বৃহস্পতিবার বিধাননগর ডিডিএ মার্কেটে অবস্থিত জীবনদান ভবনে আয়োজিত দুর্গাপুর সিটি চ্যাপ্টার সভায় একটি পোস্টার উদ্বোধনের মধ্য দিয়ে এই প্রচার অভিযান শুরু হয়। জানা গেছে নভেম্বর মাস জুড়ে এই প্রচার ও সচেতনতা কর্মসূচি পালন করা হবে।
এদিন পরিবেশ আন্দোলনের নেতৃত্ব কবি ঘোষ ও অঙ্কিতা চক্রবর্তীরা জানান যে ৫৫টি সামাজিক সংগঠন সমবেত ভাবে এই প্রচার অভিযানে অংশ নেবে। আর এই কর্মসূচির মধ্যে রয়েছে- জনবহুল স্থানে মাইকে প্রচার, ধোঁয়াহীন দীপাবলি -শীর্ষক অঙ্কন প্রতিযোগিতা (শহরের ৫টি স্থানে এই প্রতিযোগিতার আয়োজন করা হবে) যেখানে অংশগ্রহন করবে আনুমানিক পাঁচশোর অধিক ছাত্র ছাত্রী, শিশু কিশোরদের নিয়ে অনুষ্ঠিত হবে পদযাত্রা। এছাড়াও চলতি মাসের ১১ তারিখ সিটি সেন্টারে সান্ধ্যকালীন সময়ে একটি আলোকজ্বল সাইকেল র্যালীও আয়োজন করা হয়েছে।
আর এই ধোঁয়াহীন দীপাবলি পালনের প্রচার ও সচেতনতা অভিযান কর্মসূচিতে অংশ নেওয়ার পাশাপাশি শিল্পাঞ্চলের সকল শুভানুধ্যায়ী সচেতন মানুষকে এই বিষয়ে অঙ্গীকারবদ্ধ হয়ে এগিয়ে আসার আবেদন জানিয়েছেন উদ্যোক্তারা।






