সংবাদদাতা,আসানসোলঃ- শনিবার আসানসোল সিটি বাস স্ট্যান্ড থেকে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার দুটি সিএনজি বাস উদ্বোধন করলেন রাজ্যের মন্ত্রী মলয় ঘটক ও সাংসদ শত্রুঘ্ন সিনহা। পাশাপাশি উপস্থিত ছিলেন দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান সুভাষ মন্ডল ও পৌরসভার চেয়ারম্যান অমরনাথ চ্যাটার্জী সহ অন্যান্য ওয়ার্ডের কাউন্সিলররা এবং ডেপুটি মেয়রেরা।
আসানসোল থেকে ভেদিয়া ভায়া দুর্গাপুর এবং আসানসোল থেকে সিউড়ি ভায়া পাণ্ডবেশ্বর এই দুই রুটে সিএনজি চালিত বাসের উদ্বোধন হয় এদিন। অনুষ্ঠানে মন্ত্রী মলয় ঘটক জানান, রাজ্যের বেশ কয়েকটি বাস স্ট্যান্ডকে গ্রিন কলিডর করা হবে। তার মধ্যে আসানসোল ও দুর্গাপুরও আছে। এখনো পর্যন্ত ৩০ টি ব্যাটারি বাস চালু করা হয়েছে। এছাড়াও আরো ৯০ টি চালু করা হবে। এমনকি আগামীদিনে রাজ্যে ইলেকট্রিক বাসও আসছে বলে দাবি করেন মন্ত্রী।