eaibanglai
Homeএই বাংলায়জনপ্রিয় বাংলা দৈনিকের সাংবাদিক গ্রেফতারের রেশ দুর্গাপুরে

জনপ্রিয় বাংলা দৈনিকের সাংবাদিক গ্রেফতারের রেশ দুর্গাপুরে

নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুরঃ– আনন্দবাজার পত্রিকার সাংবাদিক গ্রেফতারের প্রতিবাদ চলছে নানা মহলে, জেলায় জেলায়। এবার সেই রেশ এসে পৌঁছলো শিল্প শহর দুর্গাপুরে। শনিবার সাংবাদিক গ্রেফতারের প্রতিবাদে সরব হন মানবাধিকার সংগঠন সি পি ডি আর এস ইন্ডিয়ার দুর্গাপুর শাখা। দুর্গাপুরে বেনাচিতিতে বিক্ষোভ প্রদর্শনের পাশাপাশি বিষয়টি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন সংগঠনের সদস্যরা। তাদের মতে দেশে যেভাবে মত প্রকাশের স্বাধীনতা, বাক স্বাধীনতা, গণতান্ত্রিক অধিকার সহ সংবিধানিক অধিকার সমূহ হরণ করা হচ্ছে তা বাঞ্চনীয় নয়।

যে ঘটনাটি সম্পর্কে প্রতিবেদন প্রকাশ করার জন্য সাংবাদিক দেবমাল্য বাগচী অভিযুক্ত এবং গ্রেপ্তার হন , সেই সাংবাদিক এবং এই ঘটনার অভিযোগকারীনি বাসন্তী দেবীর নিঃশর্ত মুক্তির দাবি জানান সি পি ডি আর এস রাজ্য কমিটির সহ সম্পাদিকা সুচেতা কুণ্ডু। তিনি বলেন, ” আমরা জনজাতিদের অধিকার ,আইনি সুরক্ষা এবং ঐতিহ্য সম্পর্কে অবহিত এবং শ্রদ্ধাশীল, সাথে সাথে সুপ্রিমকোর্টের নির্দেশ অনুযায়ী সারাদেশে মদ ও মাদকদ্রব্য সম্পূর্ণরূপে নিষিদ্ধ করার দাবি জানাচ্ছি । “

উল্লেখ্য,গত বুধবার খড়্গপুরে কর্তব্যরত আনন্দবাজারের সাংবাদিক দেবমাল্য বাগচীকে গ্রেফতার করে পুলিশ। সম্প্রতি চোলাইয়ের রমরমা নিয়ে একটি খবর করেন দেবমাল্য। সেই খবরের প্রেক্ষিতেই চোলাই কারবারির আত্মীয়েরা চোলাই নিয়ে অভিযোগকারিণী ও সংশ্লিষ্ট সাংবাদিকের নামে মামলা করেন। তার ভিত্তিতে তফসিলি জাতি ও জনজাতিদের বিরুদ্ধে অত্যাচার প্রতিরোধ আইনে এফআইআর হয়। সাংবাদিক দেবমাল্য বাগচী এবং চোলাই মদের কারবার নিয়ে অভিযোগকারী বাসন্তী দাসকে গ্রেফতার করা হয়। বুধবারই দেবমাল্য ও বাসন্তী দাসকে মেদিনীপুর আদালতে পেশ করা হয় এবং ১৫ সেপ্টেম্বর পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দেয় আদালত।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments