সন্তোষ মণ্ডল, আসানসোলঃ– কয়লাকাণ্ডে বিনয় মিশ্রকে হেফাজতে নিল সিবিআই। বিচারকের নির্দেশে আদালত কক্ষ থেকেই জামিনে থাকা বিনয়কে হেফাজতে নেওয়া হয়। শীর্ষ আদালতের রায় বহাল রেখে বিনয় মিশ্রকে এদিন ৪ দিনের সিবিআই হেফাজতের নির্দেশ দেন সিবিআই আদালতের বিচারক রাজেশ চক্রবর্তী।
উল্লেখ্য ২০২১-এর ডিসেম্বরে কয়লা পাচারকাণ্ডে মূল অভিযুক্ত বিনয় মিশ্রর ভাই বিকাশ মিশ্রকে দিল্লি থেকে গ্রেফতার করে সিবিআই। কিন্তু, গ্রেফতারির পর, বেশিরভাগ সময় তিনি হাসপাতালেই ছিলেন। পুলিশ তাকে হেফাজতে পেলেও বিকাশকে হেফাজতে পায়নি সিবিআই। এরই মধ্যে সম্প্রতি হাইকোর্টের নির্দেশে জামিনে ছাড়া পান বিকাশ। কিন্তু সেই সিদ্ধান্তকে চ্য়ালেঞ্জ করে, সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় সিবিআই। গত মাসের ১০ তারিখ সুপ্রিম কোর্ট নির্দেশ দেয়, বিকাশকে ৪ দিনের জন্য় হেফাজতে নিতে পারে সিবিআই। কিন্তু তার পর মাসখানেক কেটে গেলেও নানান টালবাহানায় সেই নির্দেশ কার্যকর করা যায়নি। কয়লা পাচারকাণ্ডে অভিযুক্ত বিকাশ মিশ্রকে নিজেদের হেফাজতে নিতে পারেনি সিবিআই। শুক্রবার আসানসোল সিবিআই আদালতে হাজিরা দিতে এলে বিচারক রাজেশ চক্রবর্তী তাকে এজলাস থেকেই গ্রেফতারের নির্দেশ দেন ও শীর্ষ আদালতের রায় বহাল রাখেন।
যদিও এদিন সিবিআইয়ের বিশেষ আদালতে শুনানি শুরু হতেই বিকাশ মিশ্রের আইনজীবী সোমনাথ চট্টরাজ ও পরে বিকাশ নিজে বিচারকের কাছে জামিনের মেয়াদ আরও বাড়ানোর জন্য আবেদন করেন। কিন্তু বিচারক রাজেশ চক্রবর্তী সেই আবেদন নাকচ করে দিয়ে বলেন, ‘আমার কিছু করার নেই। প্রথমে ১০ এপ্রিল ও পরে ৮ মে সুপ্রিম কোর্টের রায় আছে। তা আমাকে কার্যকর করতে হবে।’এরপর বিচারক এই মামলায় সিবিআইয়ের তদন্তকারী অফিসার উমেশ কুমারের কাছে জানতে চান, তারা বিকাশ মিশ্রকে হেফাজতে নিতে প্রস্তুত আছেন কি না? বিচারকের প্রশ্নে উমেশ কুমার সায় দিতেই বিকাশকে চারদিনের জন্য সিবিআই হেফাজতে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।