eaibanglai
Homeএই বাংলায়আসানসোলে অবৈধ মার্কেট কমপ্লেক্স ভেঙ্গে গুঁড়িয়ে দিল পুরনিগম

আসানসোলে অবৈধ মার্কেট কমপ্লেক্স ভেঙ্গে গুঁড়িয়ে দিল পুরনিগম

সন্তোষ মণ্ডল, আসানসোলঃ– আবারো অবৈধ নির্মাণ ভাঙলো আসানসোল পুরনিগম। এবার অবৈধ নির্মাণের দায়ে বিশাল একটি মার্কেট কমপ্লেক্স ভেঙ্গে গুঁড়িয়ে দিল পুরনিগম কর্তৃপক্ষ। বুধবার সকালে আসানসোল পুরনিগমের ইঞ্জিনিয়ারদের উপস্থিতিতে এই অবৈধ নির্মাণ ভাঙেন পুরকর্মীরা।

প্রসঙ্গত, আসানসোল শহরের জিটি রোড লাগোয়া গুরুত্বপূর্ণ এলাকা ইমাম আলী লেনে এই অবৈধ নির্মাণের অভিযোগ পুরনিগমের কাছে জমা পড়েছিল। যাতায়াতের রাস্তা দখল করে এই নির্মাণ কাজ হয়েছিল বলে অভিযোগ। ‌সেই অভিযোগ খতিয়ে দেখে পুর ইঞ্জিনিয়ারিং বিভাগ ও পুর কর্তৃপক্ষ ওই নির্মাণ কাজকে অবৈধ বলে ঘোষণা করে। এরপর পুরনিগমের তরফে নির্মাণকারীকে শুনানিতে ডাকা হয়। ‌কিন্তু তাতে কোন রকম সন্তোষজনক উত্তর বা নথিপত্র না পাওয়ায় পুরনিগম কর্তৃপক্ষ ওই ভবন ভেঙে ফেলার নির্দেশ দেন। ‌যদিও নির্মাণকারী এরপর সেই নির্দেশ না মেনে আদালতের দ্বারস্থ হন। কিন্তু আদালত থেকেও কোন সুরাহা না পাননি নির্মাণকারী। শেষ পর্যন্ত সমস্ত দিক বিবেচনা করে বুধবার আসানসোল পুরনিগম কর্তৃপক্ষ প্রশাসনের সংশ্লিষ্ট অন্যান্য বিভাগগুলিকে সঙ্গে নিয়ে বড়সড়ো এই নির্মাণ ভেঙে ফেলার কাজ শুরু করে। তবে ঘনবসতিপূর্ণ এলাকা হওয়ায় যন্ত্রের সাহায্যে ওই ভবন না ভেঙে শাবল, গাঁইতি, হাতুড়ি ইত্যাদি দিয়ে কর্মীরা অবৈধ নির্মাণ ভাঙেন।

আসানসোল পুরনিগমের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার আর কে শ্রীবাস্তব এদিনের অভিযান প্রসঙ্গে বলেন, “এই ভবন বেআইনিভাবে তৈরি করা হয়েছিলো। যা আসানসোল পুরনিগম আগেই ভেঙে দেওয়ার নির্দেশ দিয়েছিল। কিন্তু নির্মাণকারী আদালতে যাওয়ায় তা কার্যকর করা সম্ভব হয়নি। এখন আর কোন আইনী বাধা না থাকায় সেই নির্দেশ কার্যকর করে অবৈধ ভবন ভেঙে ফেলা হল।”

উল্লেখ্য আসানসোলের মেয়র বিধান উপাধ্যায় আগেই হুঁশিয়ারি দিয়েছিলেন, পুর এলাকার কোথাও কোনো রকম অবৈধ নির্মাণ একেবারেই সহ্য করা হবে না। যে কোনো অবৈধ নির্মাণ সম্পর্কে অভিযোগ পেলে তা খতিয়ে দেখা হবে এবং সেই নির্মাণ অবৈধ প্রমানিত হলে ভেঙে ফেলা হবে। তা সে যতই প্রভাবশালী বা বিত্তবান ব্যক্তিরই হোক না কেন।

অন্যদিকে ‌পুরনিগমের এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছে শহরবাসী। শহরের বাসিন্দাদের মতে, পুরনিগমের এই পদক্ষেপ অত্যন্ত সাহসী ও শহর ও শহরবাসীর জন্য কল্যাণকর।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments