eaibanglai
Homeএই বাংলায়রক্ত সংকট মেটাতে চিকিৎসক স্বাস্থ্য কর্মীদের রক্তদান

রক্ত সংকট মেটাতে চিকিৎসক স্বাস্থ্য কর্মীদের রক্তদান

সন্তোষ মণ্ডল, আসানসোলঃ– উৎসবের মরশুমে প্রায় শূন্য আসানসোল জেলা হাসপাতালের ব্লাড ব্যাঙ্ক। তাই জরুরী ভিত্তিতে রক্তদান শিবিরের আয়োজন করে নজির গড়ল জেলা হাসপাতাল। যেখানে স্বেচ্ছায় রক্তদান করলেন হাসপাতালের সুপার, ডেপুটি সুপার, অন্যান্য চিকিৎসক, স্বাস্থ্য কর্মী সহ হাসপাতালের প্রশাসনিক স্তরের আধিকারিকরা।

প্রসঙ্গত উল্লেখ্য, প্রত্যেক বছরই উৎসবের মরশুমে রক্তের সংকট দেখা দেয় জেলা হাসপাতালে। কিন্তু এবছর সেই রক্ত সংকট অনেকটাই তীব্রতর হয়ে দাঁড়ায় বলে জানান হাসপাতাল সুপার নিখিল চন্দ্র দাস। পরিস্থিতি এতটাই খারাপ হয় যে থ্যালাসেমিয়া রোগীদেরকে রক্তের যোগান দিতে নাজেহাল অবস্থা হয় হাসপাতাল কর্তৃপক্ষের। অন্য রোগীদেরকেও রক্ত দিতে গিয়ে হিমসিম অবস্থা। এই পরিস্থিতিতে বুধবার জেলা হাসপাতাল ও ব্লাড ব্যাঙ্ক কর্তৃপক্ষ নিজেরাই জরুরী ভিত্তিতে একটি রক্তদন শিবিরের আয়োজন করেন। জেলা হাসপাতালের সুপার স্পেশালিটি ভবনে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়। যেখানে হাসপাতালের সুপার ডেপুটি সুপার চিকিৎসক স্বাস্থ্যকর্মী সহ মোট ৩৬ জন রক্তদান করেন।

জেলা হাসপাতাল ব্লাড ব্যাঙ্কের ইনচার্জ ডাঃ সঞ্জিত চট্টোপাধ্যায় এদিন বলেন, “উৎসবের মরশুমে রক্তের সংকট বা ঘাটতি একটা থাকে। কিন্তু এই বছর তা এতোটাই বেশী হয়ে দাঁড়ায় যে মঙ্গলবার দুপুরে ব্লাড ব্যাঙ্ক প্রায় শূন্য হয়ে যায়। আর সময়ে রক্ত না মিললে রোগীর প্রাণ সংশয় দেখা দিতে পারে। তাই আমরা নিজেরা এদিন এই শিবিরের আয়োজন করে একটা বার্তা দিলাম।” পাশাপাশি তিনি আবেদন করেন যেখানে যত ক্লাব বা সংগঠন আছে তারা এই সময়ে নিজেদের মতো করে রক্তদান শিবির করুক। না পারলে, তারা জেলা হাসপাতালে আসুক। সেখানে ব্লাড ব্যাঙ্কের তরফে ব্যবস্থা করা হবে। না হলে পরিস্থিতি আরো খারাপের দিকে চলে যেতে পারে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments