সংবাদদাতা,আসানসোলঃ- বর্ষার পর থেকে কলকাতা সহ সংলগ্ন জেলাগুলিতে ডেঙ্গির দাপট শুরু হয়েছে। ডেঙ্গি আক্রান্তের মৃত্যুর ঘটনাও ঘটেছে। পশ্চিম বর্ধমান জেলাতেও ডেঙ্গির প্রকোপ দেখা গেলেও পুজোর পর থেকে আক্রান্তের সংখ্যা কমছে বলে দাবি জেলা স্বাস্থ্য দফতরের। জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক শেখ মহম্মদ ইউনুস জানিয়েছেন জেলায় ডেঙ্গি পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। তিনি জানান গত জানুয়ারি থেকে শুরু করে এখনও পর্যন্ত জেলায় ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন ২৩৪জন। যার মধ্যে আসানসোল পুর এলাকায় ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ১৪৭। ডেঙি রোধে সমস্ত রকমের ব্যবস্থা নিচ্ছে প্রশাসন। বিভিন্ন এলাকায় চলছে মশা নিধন ও সাফাই অভিযান। পাশাপাশি পুজোর আগে থেকেই দু’সপ্তাহ অন্তর হাউস টু হাউস সার্ভে করা হচ্ছে।
তবে ইতিমধ্যেই দুর্গাপুরের কাঁকসা ব্লকের এক দশ বছরের নাবালিকার ডেঙ্গিতে মৃত্য়ু হয়েছে বলে দাবি করেছে তার পরিবার। যদিও ডেথ সার্টিফিকেটে ডেঙ্গির উল্লেখ ছিল না বলে জানা গেছে। ওই নাবালিকা অজানা জ্বরে আক্রান্ত ছিল বলে দাবি করেছেন বিএমওএইচ।