eaibanglai
Homeএই বাংলায়ড্রেন ছাড়াই তৈরি হয়েছে রাস্তা, ১৫ বছর ধরে নিকাশি যন্ত্রণায় গ্রামবাসী

ড্রেন ছাড়াই তৈরি হয়েছে রাস্তা, ১৫ বছর ধরে নিকাশি যন্ত্রণায় গ্রামবাসী

সংবাদদাতা, আসানসোলঃ- প্রায় ১৫ বছর আগে আসানসোলের সালানপুর ব্লকের আছড়া গ্রাম পঞ্চায়েতের হরিসাডি গ্রামের কুমার পাড়ায় রাস্তা তৈরি হলেও তৈরি হয়নি ড্রেন। ফলে বৃষ্টি হোক বা না হোক, বছরভর নোংরা জলে ভরে থাকে রাস্তা। কারণ রাস্তার দুইপাশে থাকা বাড়ির নোংরা জল এই রাস্তার উপর দিয়ে বয়ে যায়। তার উপর বৃষ্টি হলে রাস্তার সেই জল ঢুকে যায় বাড়িতে। এমনটাই অভিযোগ হরিসাডি গ্রামের কুমার পাড়া এলাকার মানুষজনের। অভিযোগ দীর্ঘ ১৫ বছর ধরে এই সমস্যায় ভুগলেও সমাধেন কোনও উদ্যোগই নেওয়া হয়নি প্রশাসের তরফে। গ্রামবাসীর দাবি সমস্যার কথা বারংবার পঞ্চায়েত ও সমিতি ও পঞ্চায়েত সমিতিতে জানানো হলেও কাজের কাজ কিছুই হয়নি। বরং সেখান থেকে জানিয়ে দেওয়া হয়েছে ওই রাস্তায় ড্রেন করা যাবে না।

প্রসঙ্গত হরিসাডি গ্রামে ব্রাহ্মণ ,কুমার, কামার, বাউড়ি ,সহ বহু জাতির মানুষ বসবাস । গ্রামে দুর্গামন্দির ,কালীমন্দির, হরিমন্দির রয়েছে। আর অভিযোগ এই সব মন্দিরে পুজো করতে যেতে হলে রাস্তার ওই নোংরা জলের উপর দিয়েই যেতে হয়। যার কারনে পুজো অর্চনা করা গৃহস্থরা অসুবিধায় পড়েন ।

এবিষয়ে পঞ্চায়েতের উপপ্রধান হরেরাম তেওয়ারী স্বীকার করে নেন গ্রামের এই সমস্যা দীর্ঘ দিনের। তবে তার দাবি রাস্তার দুইদিকে ও রাস্তার উপর বাড়ি তৈরি করেছেন অনেকেই। ফলে নালা বা ড্রেন করার সমস্যা রয়েছে। কারণ নালা তৈরি করতে হলে অনেক বাড়ির সামনে অংশ ভাঙ্গা যাবে। তাতে বহু গ্রামবাসীর আপত্তি রয়েছে । যার কারনেই ওই রাস্তার ধারে নিকাশি নালা বা ড্রেন তৈরি করা যাচ্ছে না।

পঞ্চায়েত এভাবে হাত ঝেড়ে নেওয়ায় নিরাশ গ্রামের অনেকেই। এখন কীভেবে এই নিকাশি সমস্যার সমাধান হবে তার সদুত্তর নেই কারো কাছে। ফলে আগামী দিনে আদৌ নিকাশি নালা তৈরি হবে কিনা তা নিয়ে সন্দিহান গ্রামের অনেকেই।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments