eaibanglai
Homeএই বাংলায়জেলা ভাগের প্রতিবাদে পথে নেমে আন্দোলন শুরু

জেলা ভাগের প্রতিবাদে পথে নেমে আন্দোলন শুরু

সংবাদদাতা,বাঁকুড়া:- রাজ্যের একাধিক জেলা ভেঙে আরও ৭টি জেলা তৈরির কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওই ঘোষণায় বিষ্ণুপুরকে বাঁকুড়া থেকে ভেঙে নতুন জেলা করার কথা জানান তিনি। এরপর থেকেই এই জেলা ভাগ নিয়ে শুরু হয়েছে বিতর্ক। বিষ্ণুপুরের একাংশের মানুষ প্রশাসনিক কাজের সুবিধার কারণ দেখিয়ে মুখ্যমন্ত্রীর এই ঘোষণাকে সমর্থন জানালেও জেলা ভাগের বিরোধীতায় সরব হয়েছে জেলাবাসীর একাংশ। তৈরি হয়েছে বাঁকুড়া জেলা ভাগ প্রতিরোধ মঞ্চের।

আর এই জেলা ভাগের প্রতিবাদে এবার পথে নেমে আন্দোলন শুরু করেছে বাঁকুড়া জেলা ভাগ প্রতিরোধ মঞ্চের সদস্যরা। রবিবার ‘বাঁকুড়া জেলা ভাগ মানছি না, মানব না’, এই স্লোগান তুলে বাঁকুড়া শহরের প্রাণ কেন্দ্র মাচানতলা মোড়ে বিক্ষোভ দেখায় আন্দোলনকারীরা। পরে তারা জেলা ভাগের বিরোধীতা করে বাঁকুড়া শহরে মিছিল করে।পাশাপাশি মুখ্যমন্ত্রীর জেলা ভাগ ঘোষণা প্রত্যাহারের দাবিও তোলেন তারা।

জেলা ভাগের বিরোধীতা করা জেলাবাসীর দাবী মা সারদা থেকে শুরু করে বিষ্ণুপুরের রাসমঞ্চ, দলমাদল কামান, যদুভট্ট যেমন বাঁকুড়ার গর্ব তেমনই এই জেলার শুশুনিয়া, মুকুটমনিপুরও তাদের প্রাণের জায়গা। এগুলির সঙ্গে বাঁকুড়া ও বিষ্ণুপুর উভয় এলাকার মানুষের আবেগ জড়িয়ে রয়েছে। জেলা ভাগ হলে সেই আবেগ ছিন্ন হবে। জেলার মানুষের আবেগ ছিন্ন করার এই প্রক্রিয়া অবিলম্বে বন্ধ না হলে আগামীদিনে আরও বৃহত্তর আন্দোলনের হুমকিও দিয়েছেন বিক্ষোভকারীরা।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments