eaibanglai
Homeএই বাংলায়ডাম্পারের নীচে ঢুকে গেল স্কুটি, গুরুতর জখম চালক

ডাম্পারের নীচে ঢুকে গেল স্কুটি, গুরুতর জখম চালক

সন্তোষ মণ্ডল,আসানসোলঃ– একটি স্কুটিকে কয়েকশো মিটার রাস্তায় ঘষতে ঘষতে টেনে নিয়ে গেল ডাম্পার। মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে রানীগঞ্জের গির্জা পাড়া এলাকায় ৬০ নম্বর জাতীয় সড়কে। দুর্ঘটনায় গুরুতর জখম হয়েছেন স্কুটি চালক বছর ৫৩-এর নারায়ণ গড়াই ।

ঘটনা প্রসঙ্গে জানা যায় বুধবার সকালে একটি ডাম্পার রানীগঞ্জ থেকে বাঁকুড়া অভিমুখে যাচ্ছিল। অন্যদিকে সেই সময় একটি ইলেকট্রনিক্স স্কুটি নিয়ে ওই পথেই যাচ্ছিলেন বল্লভপুর সাহেবগঞ্জের বাসিন্দা নারায়ণ গড়াই। হঠাৎই তার স্কুটির চাকা ব্লাস্ট করে এবং নিয়ন্ত্রণ হারিয়ে স্কুটি নিয়ে চলন্ত ডাম্পারের নিচে ঢুকে যান তিনি। ডাম্পারের সঙ্গে সংঘর্ষের জেরে রাস্তায় ছিটকে পড়ে গুরুতর জখম হন নারায়ণবাবু। অন্যদিকে স্কুটিটি ডাম্পারের নীচে আটকে যায়। ওই অবস্থায় স্কুটিটিকে কয়েকশো মিটার টেনে নিয়ে যায় ডাম্পার চালক। বিষয়টি নজরে আসতেই ডাম্পারটিকে আটকিয়ে চালককে পুলিশের হাতে তুলে দেন স্থানীয়রা। অন্যদিকে দুর্ঘটনায় আহত স্কুটি চালক নারায়ণ গড়াইকে উদ্ধার করে রানীগঞ্জের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করে পুলিশ।

স্থানীয়রা জানান প্রায়ই এলাকায় দুর্ঘটনা এবং প্রাণহানির ঘটনাও ঘটেছে। স্থানীয়দের দাবি জাতীয় সড়ক দিয়ে অত্যন্ত দ্রুত গতিতে গাড়ি চলাচাল করায় বার বার দুর্ঘটনা ঘটছে। ফলে এলাকায় যানবাহনের গতি নিয়ন্ত্রণ ও নজরদারির দাবি জানিয়েছেন এলাকাবাসী।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments