সন্তোষ মণ্ডল,আসানসোলঃ– বায়ু দূষণের নিরিখে দেশের দূষিত শহরগুলির মধ্যে নির্দিষ্ট একটি মাপকাঠিতে সমীক্ষা চালানো হয়েছিল। সেই সমীক্ষা অনুযায়ী কেন্দ্রীয় পরিবেশ, বায়ু এবং জলবায়ু পরিবর্তন মন্ত্রক দেশের বিশুদ্ধ বায়ুর শহরের তালিকা প্রকাশ করেছে। সেই তালিকায় দেশের ৪৭ টি শহরের মধ্যে আসানসোল ২০ তম স্থানে রয়েছে। ২০২৩ সালের সমীক্ষার তালিকায় ৩৫ তম স্থানে ছিল এই শিল্প শহর। এই তালিকায় একেবারে শীর্ষে রয়েছে সুরাট। তারপর রয়েছে জব্বলপুর, আগ্রা এবং লখনউ। বাংলার রাজধানী কলকাতা ৩৩ তম স্থান থেকে ৪১তম স্থানে নেমে এসেছে। আবার হাওড়া ৪৪ তম স্থান থেকে এগিয়ে ৪৩তম স্থান পেয়েছে। সমীক্ষা চালানো এই ৪৭ টি শহরের জনসংখ্যা ১০ লক্ষের বেশি।
এই বিষয়ে পুরনিগম জানিয়েছে বায়ুর গুণমান বজায় রাখতে ও বায়ু দূষণ সংক্রান্ত সমস্যা দূরীকরণে মিউনিসিপ্যাল কর্পোরেশন একিউএম ( এয়ার কন্ট্রোল মনিটারিং ) এর অধীনে মিস্ট কামান ব্যবহার করছে। দূষিত এলাকা চিহ্নিত করতে ড্রোন ব্যবহার করা হচ্ছে।
অন্যদিকে সমীক্ষার ২ নম্বর ক্যাটাগরিতে প্রকাশিত তালিকা অনুযায়ী, দুর্গাপুর ৪৪টি শহরের মধ্যে ৩৭ তম স্থানে রয়েছে । গতবার, এই শহর ৪৪ টি শহরের মধ্যে ১৬ তম স্থানে ছিল। এই তালিকায় শীর্ষে রয়েছে ফিরোজাবাদ, অমরাবতী, ঝাঁসি। ক্যাটাগরি ২-এর শহরগুলির জনসংখ্যা ৩ থেকে ১০ লক্ষের মধ্যে। আবার ক্যাটাগরি ৩, অর্থাৎ যে শহরগুলির জনসংখ্যা ৩ লক্ষের কম, সৈই সমীক্ষার তালিকা অনুযায়ী এবারে সপ্তম থেকে পঞ্চম স্থানে উঠে এসেছে বাংলার অন্যতম শিল্প নগরী হলদিয়া। এই ক্যাটাগরিতে সবার উপরে রয়েছে রায়বেরেলি।