eaibanglai
Homeএই বাংলায়লিজ দেওয়া জমি নিয়ে কড়া পদক্ষেপের ভাবনা আসানসোল দূর্গাপুর উন্নয়ন পর্ষদের

লিজ দেওয়া জমি নিয়ে কড়া পদক্ষেপের ভাবনা আসানসোল দূর্গাপুর উন্নয়ন পর্ষদের

সংবাদদাতা আসানসোলঃ- প্রতি ত্রৈমাসিকে হওয়া আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদ বা আড্ডার বোর্ড মিটিং শনিবার অনুষ্ঠিত হলো সংস্থার কনফারেন্স হলে। এই বোর্ড বৈঠকে উপস্থিত ছিলেন আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান বিধায়ক তাপস বন্দোপাধ্যায়, আসানসোল পুরনিগমের মেয়র বিধান উপাধ্যায়, আড্ডার সিইও আকাঙ্খা ভাস্কর, দুর্গাপুর পুরনিগমের প্রশাসনিক বোর্ডের চেয়ারপার্সন, আড্ডার দুই ভাইস চেয়ারম্যান, সেল আইএসপি, ইসিএলের প্রতিনিধি এবং অন্যান্য আধিকারিকরা। মিটিং শেষে সংস্থার সিইও আকাঙ্ক্ষা ভাস্কর বলেন, আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের বোর্ড মিটিং প্রতি ত্রৈমাসিকে হয়। এদিন যে বোর্ড মিটিং হয়েছে সেখানে সংস্থার জমির যে ইজারা বা লিজ দেওয়া হয়েছে, তাতে কোন অনিয়ম পাওয়া গেলে কি ব্যবস্থা নেওয়া হবে তা নিয়ে আলোচনা হয়েছে।

আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদ আসানসোল রানিগঞ্জ খনি এলাকায় পুনর্বাসন প্রকল্পের কাজ করছে। তার জন্য রাজ্য আবাসন দপ্তর আবাসনগুলি তৈরি করছে। সে সম্পর্কে আকাঙ্ক্ষা ভাস্কর বলেন, আবাসন দপ্তর সেই আবাসনগুলি তৈরি করছে। যত তাড়াতাড়ি পর্যাপ্ত সংখ্যক আবাসন তৈরি করে, তারা তা আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদকে দেবে। তারপরে শিল্প ও বাণিজ্য ও এন্টারপ্রাইজ দফতরের অনুমতি নিয়ে সেগুলি তালিকা মতো বিলি করা হবে। তিনি আরো বলেন, আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের কাছ থেকে যারা জমি নিয়েছেন, অথচ চুক্তি অনুযায়ী কাজ করেননি তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে বোর্ড সদস্যরা এদিন আলোচনা করে সহমত পোষণ করেন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments