সংবাদদাতা, আসানসোলঃ– শুক্রবার গরু পাচার মামলায় বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সাইগেল হোসেনকে জেরা করতে আসানসোল সংশোধনাগারে পৌঁছয় ইডি-র তদন্তকারীরা । জানা গেছে সহগল হোসেনকে জেরা করার জন্য দিল্লি থেকে এসেছে ইডি-র একটি বিশেষ তদন্তকারী দল। সিবিআই-এর মতে এই মামলায় সাইগেল হোসেনের স্ত্রী ও মায়ের নামে বিপুল সম্পত্তির হদিশ মিলেছে। এদিন সেই সূত্রেই সহগলকে জিজ্ঞাসাবাদ করা হয় বলে সূত্রের খবর।
অন্যদিকে এদিনই গরু পাচার মামলায় ধৃত বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে আসানসোল সিবিআই আদালতে চার্জশিট পেশ করল সিবিআই। গ্রেফতারের ৫৭ দিনের মাথায় চার্জশিট পেশ করা হল। এদিন শুধু অনুব্রত মণ্ডলের নামে চার্জশিট পেশ করা হয়। যেখানে মোট ১২ জনের নাম রয়েছে বলে জানা গেছে। প্রসঙ্গত এই মামলায় প্রথম চার্জশিট জমা দেওয়া হয়েছিল গত বছরের ৬ ফেব্রুয়ারি।