eaibanglai
Homeএই বাংলায়৫৬ ভোগ ও ১০৮ রকমের মিষ্টি দিয়ে পূজিতা হন গড়াই পরিবারে রাজলক্ষ্মী

৫৬ ভোগ ও ১০৮ রকমের মিষ্টি দিয়ে পূজিতা হন গড়াই পরিবারে রাজলক্ষ্মী

সন্তোষ মণ্ডল,আসানসোলঃ- আসানসোল শহরের অন্যতম গুরুত্বপূর্ণ রাস্তা হলো এসবি গড়াই রোড। এই এসবি গরাই রোডে গড়াই পরিবারের বাসভবন যা ” গড়াই ম্যানসন” নামে পরিচিত। আর এই গড়াই পরিবারে কোজাগরী লক্ষ্মী পুজো শিল্পাঞ্চলের বিখ্যাত লক্ষ্মী পুজো গুলির মধ্যে অন্যতম। প্রতিবছর জাঁকজমক করে লক্ষ্মী পুজো করা হয় এই পরিবারে। এখানে মা লক্ষ্মী পূজিতা হন রাজলক্ষ্মী রূপে। দু’দিন ধরে চলে দেবী বন্দনা। এখানে ৫৬ রান্না পদ ও ১০৮ রকম মিষ্টি দিয়ে মাকে ভোগ নিবেদন করা হয়। এছাড়াও ১ মন চালের অন্ন ভোগ দেওয়া হয়।

পরিবার সূত্রে জানা যায় ১৯৭৫ সালে এই পুজো শুরু করেছিলেন প্রয়াত ষষ্ঠী নারায়ণ গড়াই। এই পুজোর ঐতিহ্য এখন বহন করে চলেছেন ষষ্ঠী নারায়ণ গড়াইয়ের নাতি ও তার পরিবারের সদস্যরা। এই পুজো নিয়ে পরিবারের সদস্য সোমনাথ গড়াই জানান, এই পুজোতে রয়েছে বেশ কিছু বিশেষ নিয়ম ও রীতি । ১৯৭৫ সালে পুজো শুরু হওয়ার পরে সাধারণভাবে একদিনের পুজো হত। পরে তা দুদিনের পুজো শুরু হয়।

এইবছর পুজোর প্রথম দিন অর্থাৎ শনিবার ৮০০ থেকে ১০০০ মানুষ ভোগ গ্রহন করেছেন । এছাড়া রবিবার অর্থ্যাৎ পুজোর দ্বিতীয় দিনে বস্ত্র বিতরণ ও দরিদ্র নারায়ণ সেবা করা হয় বলে জানান সোমনাথবাবু।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments