সন্তোষ কুমার মণ্ডল, আসানসোলঃ– চিরিৎসায় গাফিলতিতে রোগী মৃত্যুর অভিযোগে ব্যাপক উত্তেজনা ছড়াল আসানসোলের এক বেসরকারি হাসপাতালে। হাসপাতালে ব্যাপক ভাঙচুরের অভিযোগ উঠল মৃত রোগীর পরিবারের বিরুদ্ধে।
জানা গেছে ঝাড়খণ্ডের জামতারা জেলার গোরই নালার বাসিন্দা মীনা মণ্ডল পেটে ব্যাথা নিয়ে গত ১৪ তারিখ আসানসোল উত্তর থানার ওই বেসরাকি হাসপাতালে ভর্তি হন। হাসপাতালের চিকিৎসকরা তার শরীরিক পরীক্ষা করে জানান মহিলার পেটে টিউমার হয়েছে সেটি অস্ত্রোপচার করতে হবে। ডাক্তারদের পরামর্শে ওই দিনই রোগীর অস্ত্রোপচার হয়। অভিযোগ এরপরই রোগীর শারীরিক অবস্থার অবনতি হয় ও তাঁকে বর্ধমান বা বাঁকুড়া মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয় হাসপাতালের তরফে। সেই মতো রোগীকে বর্ধমান মেডিক্যাল কলেজে নিয়ে গেলে সেখানকার চিকিৎসকরা জানান রোগীর অস্ত্রোপচারের সময় ইউরিন পাস করার নালীটি স্টিচ করে দেওয়া হয়েছে যার কারণে রোগীর শারীরিক অবস্থার অবনতি হয়েছে। এরপর তাকে কলকাতার এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে চিকিৎসারত অবস্থায় তাঁর মৃত্যু হয়। এরপরই সোমবার মৃত রোগীর দেহ আসানসোলের ওই হাসপাতালে এনে ক্ষোভে ফেটে পড়েন রোগীর আত্মীয়রা। ভাঙচুর করা হয় হাসপাতালের বহির্বিভাগ। ঘটনাকে কেন্দ্র করে হাসপাতাল চত্বরে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।