সংবাদদাতা, আসানসোলঃ– বনদপ্তরের কোনওরকম অনুমতি ছাড়া ইসিএলের সালানপুর এরিয়ার লালগঞ্জের জেনারেল ম্যানেজারের অফিস চত্বর থেকে গত বৃবস্পতিবার কেটে ফেলা হল বহু পুরানো ও বহুমূল্য চারটি বিশাল গাছ- তিনটি শিশু গাছ এবং একটি কৃষ্ণচূড়া গাছ। বিষয়টি নিয়ে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে।
অন্যদিকে বিষয়টি জানতে পেরেই আসানসোল রেঞ্জের বন আধিকারিক বন কর্মীদের বিষয়টি খতিয়ে দেখার নির্দেশ দেন। সেইমতো শুক্রবার বনকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে পুরো বিষয়টি খতিয়ে দেখেন এবং গাছগুলি বাজেয়াপ্ত করে নিয়ে যায়।
প্রশ্ন উঠেছে এত কড়া নিরাপত্তা সত্ত্বেও খোদ ইসিএলের অফিস চত্বরে থাকা বহুমূল্য গাছগুলি কীভাবে কেটে ফেলা হল। এই বিষয়ে ডিএফও বলেন, বিষয়টি সংশ্লিষ্ট থানায় অভিযোগ আকারে পাঠানো হয়েছে। বন আইনের নিয়ম অনুযায়ী একটি মামলাও করা হবে। পাশাপাশি ইসিএলের চেয়ারম্যানের কাছে ঘটনাটি জানানো হয়েছে। অন্যদিকে ঘটনা প্রসঙ্গে ইসিএলের জিএম ওয়াই পিকে সিং জানান, বিষয়টি তার জানা ছিল না। বিষয়টি জানা মাত্রই তিনি পার্সোনাল দপ্তরের আধিকারীকে তদন্ত করে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন।