সন্তোষ মণ্ডল, আসানসোলঃ– উপাচার্যের পদত্যাগের দাবিতে বিক্ষোভ অব্যাহত আসানসোলের কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ে। শিক্ষক অশিক্ষক কর্মীদের তুমুল বিক্ষোভ ও বাধায় বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ে ঢুকতে পারলেন না উপাচার্য ডক্টর সাধন চক্রবর্তী। উপাচার্যের গাড়ি আটকে বিক্ষোভ দেখায় আন্দোলনকারীরা। এমনকি পুলিশের উপস্থিতিতেই থালা বাজিয়ে, গো ব্যাক স্লোগান দিয়ে উপাচার্যকে বিশ্ববিদ্যালয় থেকে বের করে দেওয়া হয়। আন্দোলন চলাকালীন একজন অসুস্থ হয়ে পড়েন। তাকে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়।
প্রসঙ্গত ডিএ ধর্মঘটে সামিল হওয়া শিক্ষক-শিক্ষিকা কর্মীদের উপস্থিতি দেখিয়ে তাঁদের বেতন দেওয়া হয়েছে বলে অভিযোগে তুলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার চন্দন কোনারকে বরখাস্ত করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সাধন চক্রবর্তী। তার পর থেকেই রেজিস্ট্রারকে বরখাস্তের প্রতিবাদে ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগে তাঁর অপসারণ চেয়ে আন্দোলন শুরু করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাদের একাংশ।
এদিন উপাচার্য সাধন চক্রবর্তী বিশ্ববিদ্যালয় থেকে বেরিয়ে যাওয়ার সময় বলেন, “এই আন্দোলন সম্পূর্ণ বেআইনি।”