সন্তোষ মণ্ডল,আসানসোলঃ– বৃহস্পতিবার সকালে কাঁকসার পানাগড় বিরুডিহা বাস স্ট্যান্ড থেকে এক ব্যবসায়ীকে অপহরণের ঘটনায় চাঞ্চল্য ছড়য়া। তবে পুলিশি তৎপরতায় কয়েক ঘণ্টার মধ্যেই আসানসোলের জামুড়িয়ায় নাকা চেকিংয়ের সময় ধরা পড়ে যায় অপহরণকারীরা। উদ্ধার করা হয় অপহৃত ব্যবসায়ীকে।
ঘটনা প্রসঙ্গে জানা যায় কটোয়ার বাসিন্দা ওই ব্যবসায়ী এদিন সকালে বাসে করে ব্যবসার কাজে পানাগড় এসেছিলেন। সকাল নটা নাগাদ পানাগড়ের বিরুডিহা বাস স্ট্যান্ডে বাস থেকে নামতেই তাঁকে চার জনের দুষ্কৃতীর একটি দল জোর করে গাড়িতে তুলে নেয়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। অন্যদিকে অপহরণের খবর পেয়ে তৎপরতা শুরু করে দেয় কাঁকসা থানার পুলিশ। সমস্ত পুলিশ স্টেশনে অপহরণের খবর দিয়ে দেওয়া হয়। জেলা জুড়ে শুরু হয়ে যায় নাকা চেকিং। অবশেষে কাঁকসা থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে জামুড়িয়ায় নাকা চেকিংয়ে ধরা পড়ে যায় অপহরকারীদের গাড়ি। জামুড়িয়া থানার পুলিশ অপহৃত ব্যবসায়ীকে উদ্ধার করে অপহরণকারীদের আটক করে কাঁকসা থানায় খবর দেয়। এরপর কাঁকসা থানার পুলিশ চার দুষ্কৃতীকে গ্রেফতার করে কাঁকসা থানায় নিয়ে যায়। পাশাপাশি অপহৃত ব্যবসায়ীকেও উদ্ধার করে নিজেদের হেফাজতে নেয়। অপহরণের জন্য ব্যবহৃত গাড়িটিকেও বাজেয়াপ্ত করে কাঁকসা থানার পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান অর্থিক লেনদেন জনিত বিবাদের কারণেই ওই ব্যবসায়ীকে অপহরণ করা হয়েছিল।